নিউজরাজ্য

মধ্যমগ্রামেও করোনার ছোঁয়া, আক্রান্ত হলেন এক হাসপাতালের নার্স

Advertisement

এবার করোনা আক্রান্ত হলেন মধ্যমগ্রামের মাইকেল নগরের এক নার্স। নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে তিনি চাকরি করেন। গত ৩১ মার্চ তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে, বর্তমানে ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। তিনি কেরালার বাসিন্দা। তবে এই এলাকায় কয়েক বছর ধরে ভাড়া থাকেন। তাঁর স্বামী ও ছেলেকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাঁদের বাইরে ভ্রমণের কোনো সূত্র মেলেনি।

মধ্যমগ্রাম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের মাইকেল নগর এলাকার ১ নম্বর সরণিতে তিনি পরিবারকে নিয়ে ভাড়া থাকেন। জেলা স্বাস্থ্য দফতর  জানা গেছে যে ওই মহিলার ছেলে এবং স্বামীকে রাজারহাট কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। পুরসভার তরফ থেকে বলা হয়েছে যে হাসপাতালের কর্মসূত্রেই মহিলা হয়তো আক্রান্ত হয়েছেন। ওই এলাকার রাস্তাঘাট স্যানিটেজ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এয়ারপোর্ট থানার পুলিশ ওই আক্রান্তের বাড়িতে এসে খোঁজখবর নিয়েছেন। আক্রান্ত মহিলার স্বামী ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা কোথায় কোথায় গিয়েছিলেন এবং কাদের সংস্পর্শে এসেছিলেন সব কিছুর খোঁজখবর নিয়েছেন। পুলিশ এবং স্থানীয়দের মতে ওই মহিলা মূলত হাসপাতাল থেকেই সংক্রমিত হয়েছেন। পুলিশ বর্তমানে ওই আক্রান্তের প্রতিবেশীদের হোম-কোয়ারেন্টিন থাকার নির্দেশ দিয়েছেন।

Related Articles

Back to top button