মাধ্যমিক পাশেই হবে রেলের নিয়োগ, জানুন কিভাবে পাবেন রেলের চাকরি সহজেই
এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম রেল বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের ঘোষণা করে দিয়েছে
যারা রেলের চাকরির জন্য চেষ্টা করছিলেন, তাদের জন্য এবারে চলে এলো দারুন খবর। দক্ষিণ পশ্চিম রেলওয়ে এবারে শিক্ষ্নবিশ পদে নিয়োগের জন্য পেশ করে দিলো বিজ্ঞপ্তি। যোগ্য প্রার্থীরা এবারে ৩ জানুয়ারি থেকে রেলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ হলো ২ ফেব্রুয়ারি। এই পদে আবেদন করলে আপনি সরাসরি রেলের চাকরি পেতে পারেন খুব সহজেই।
রেলওয়ে রিক্রুটমেন্ট সেল দ্বারা জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এর মাধ্যমে দক্ষিণ পশ্চিম রেলওয়েতে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, ডিজেল মেকানিক, মেশিনিস্ট এবং পেইন্টার সহ শিক্ষানবিশের ১৭৮৫টি শূন্য পদে নিয়োগ করা হবে। এই পদগুলিতে নিয়োগের জন্য নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে প্রার্থীকে। দশম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। নির্বাচিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বেতন পাবেন।
এই নিয়োগের একটি নির্দিষ্ট বয়সের সীমাও আছে। এই সীমা হলো ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। অর্থাৎ যারা এই বয়সের মধ্যেই আছেন তারাই এই পদের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও OBC প্রার্থীদের জন্য ৩ বছর ও SC/ST প্রাথীদের জন্য ৫ বছরের বয়সের ছাড় আছে। এছাড়াও, প্রার্থীকে একটি স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে পাস করতে হবে। ৫০ শতাংশ নম্বরসহ দশম শ্রেণীর পরীক্ষায় পাস করতে হবে প্রার্থীকে। এর পাশাপাশি, প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই শংসাপত্রও বাধ্যতামূলক।