গত ১২ ই নভেম্বর উৎযাপিত হবে গুরু নানক দেবের ৫৫০ তম জন্মবার্ষিকী। আর এই উপলক্ষে ভারত ও পাকিস্তানের মধ্যে বহু আলাপ ও আলোচনার পর দুই দেশের যৌথ মদতে আগামী ৯ ই নভেম্বর পাকিস্তানে উদ্বোধন হতে চলেছে করতারপুর করিডোরের।
করতারপুর করিডোরটি খুলে গেলে কোনো ভিসা ছাড়াই ভারতের গুরুদাসপুরের ডেরা বাবা নানক গুরুদ্বার এবং পাকিস্তানের করতারপুর দরবার সাহেব গুরুদ্বারের সাথে যোগাযোগ রাখা যাবে। তবে দেশের গোয়েন্দা সূত্রে জানা যায় যে করতারপুর করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই জঙ্গি হামলার এক বড় আশঙ্কা রয়েছে।
সম্প্রতি প্রকাশিত এক মার্কিন প্রতিবেদনে আশঙ্কা করে বলা হয় যে, ভারতে হামলার জন্য পাক জঙ্গিরা ওঁত পেতে রয়েছে। এর পরেই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী শুরু করে তদন্ত। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী তদন্তের সূত্রে জানানো হয় যে পাকিস্তানের পাঞ্জাব মুরিদকে, শকরদক এবং নারোয়ালে পাক জঙ্গি ঘাঁটি গুলি ভারতের উপর আঘাত হানার জন্য অবস্থান করছে। আন্তর্জাতিক সীমান্ত থেকে করতারপুরের দূরত্ব ৪ কিলোমিটার আর এই আন্তর্জাতিক সীমান্তের পাশেই অবস্থিত পাকিস্তানের নারোয়াল জেলা।
আর এই নারোয়াল জেলায় জঙ্গি ঘাঁটির সম্ভবনা দেখিয়ে কড়া সতর্কতা জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর এইসব জঙ্গি ঘাঁটি গুলিতে পুরুষ এবং মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাছাড়া ভারতের মধ্যে ৩-৪ কিমি পর্যন্ত পাকিস্তানের মোবাইল নেটওয়ার্ক খুব ভালো ভাবেই ব্যবহার করা যায় তাই এই বিষয় নিয়ে চিন্তায় রয়েছে গোয়েন্দা সংস্থা।