চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন সংস্করণের জন্য প্রশিক্ষণ শুরু করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনি। এই নিয়ে ১১ বার চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিতে চলেছেন ধোনি যার মধ্যে তিন বার ট্রফি জিতেছে চেন্নাই। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে সেই হৃদয়বিদারক রান আউটের পর থেকে ক্রিকেট মাঠে আর দেখা যায়নি প্রাক্তন অধিনায়ককে।
আইপিএলে তিনি আবার মাঠে ফিরছেন। সেই জন্য ধোনির প্র্যাকটিস দেখতে ভিড় জমিয়েছেন ভক্তরা। ধোনির প্র্যাকটিসের মূহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে চেন্নাই দল। এবারের আইপিএল ধোনির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আইপিএল-২০২০ তে তিনি ব্যাট হাতে ভালো প্রর্দশন করতে পারলে অক্টোবর এ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত হতে পারেন তিনি।
আরও পড়ুন : কর্নাটককে হারিয়ে ১৩ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা
ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী থেকে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব পর্যন্ত মনে করেন যে আইপিএল সেই মঞ্চ যা ধোনি সহ অন্যান্য খেলোয়াড়দের জন্য বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে। তাই শুধু ধোনি নন আরও অনেক খেলোয়াড় আইপিএলকে পাখির চোখ করেছেন।