সবচেয়ে সস্তার SUV লঞ্চ করতে চলেছে Mahindra, দেখে নিন গাড়িটির অসাধারণ ফির্চাস
মাহিন্দ্রার নতুন এই SUV গাড়িটি ভারতের বাজারে Mahindra XUV200 নামে লঞ্চ করা হবে।
বর্তমানে ভারতের বাজারে টাটা, হুন্ডাই, মারুতির মত একাধিক কোম্পানি SUV গাড়ি লঞ্চ করলেও সবাইকে অবাক করে দিয়ে এবার সবচেয়ে সস্তার SUV গাড়ি লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে মাহিন্দ্রা। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, বিগত কয়েক বছরে একাধিক গাড়ির সাথে ভারতবাসীকে পরিচিত করিয়েছে এই সংস্থাটি। আর এবার সেই ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের অত্যাধুনিক SUV গাড়ি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে মাহিন্দ্রা। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, মাহিন্দ্রার নতুন SUV গাড়িতে কি ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
প্রথমেই আমরা আপনাদের বলি, মাহিন্দ্রার নতুন এই SUV গাড়িটি ভারতের বাজারে Mahindra XUV200 নামে লঞ্চ করা হবে। বর্তমানে ভারতের বাজারে SUV গাড়ির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে মাহিন্দ্রার এই নতুন গাড়িতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে। মাহিন্দ্রার নতুন এই গাড়ির বিলাসবহুল বৈশিষ্ট্য গুলির মধ্যে থাকবে মাহিন্দ্রার ড্যাশবোর্ডে ABS, হিল স্টার্ট অ্যাসিস্ট এবং রিভার্স পার্কিং ক্যামেরার মত সুবিধা। যা বাজারে প্রাপ্ত অন্যান্য SUV থেকে সম্পূর্ণরূপে মাহিন্দ্রাকে আলাদা করে তুলবে।
এছাড়া, শক্তিশালী এই গাড়িতে ব্যবহার করা হবে 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন, যা 110 bhp টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে। তাছাড়া শক্তিশালী এই গাড়িটি 1.5 লিটারের ডিজেল ইঞ্জিনের সাথেও উপলব্ধ হবে বলে জানানো হয়েছে। তবে মাহিন্দ্রা XUV200 গাড়িটি কবে নাগাদ ভারতের বাজারে লঞ্চ করা হবে এবং এর প্রারম্ভিক মূল্য কত হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৫ সালের প্রথমার্ধে ভারতের বাজারে লঞ্চ হতে পারে মাহিন্দ্রার নতুন এই SUV।