বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি পায়েল নামের এক যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন হাজারো মানুষের কাছে। পরিচিতি অর্জন করেছেন একাংশের মধ্যেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সাম্প্রতিক ভাইরাল হওয়ার ঝলকটি ‘ডান্স উইথ রাজ’ নামের ইউটিউব চ্যানেল থেকে ২ সপ্তাহ আগে শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে সেই ঝলক পৌঁছে গিয়েছে ৩৮ হাজারেরও বেশি মানুষের কাছে। এই মুহূর্তে পায়েল নামের মেয়েটি সোশ্যাল মিডিয়ার পাতায় অলকা ইয়াগ্নিক ও অভিজিৎ ভট্টাচার্যের গাওয়া ‘ম্যা তুঝসে অ্যাসে মিলু’র তালেই তাল মিলিয়ে চর্চায় উঠে এসেছেন, পেয়েছেন প্রশংসাও। ঘি ও সবুজ লেহেঙ্গাতেই এদিন খোলা আকাশের নীচে নিজের এই নাচের ভিডিওটি বানাতে দেখা গিয়েছিল তাকে। একেবারে প্রকৃতির মাঝেই নিজের এই ভিডিওটি বানিয়েছিলেন তিনি। পায়েল যে নৃত্য পরিবেশনায় যথেষ্ট দক্ষ ও এই ধরনের ভিডিও বানাতেও বেশ সাবলীল, তা তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে। ইতিমধ্যেই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নিজের ১৫৮’টি নাচের ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি।
Josh Dallas and Ginnifer Goodwin made headlines as they walked the red carpet with their…
Casting directors Tiffany Little Canfield and Bernard Telsey, who have shaped Broadway’s Wicked for nearly…
Netflix’s new thriller series, The Beast in Me, premiered on Thursday, Nov. 13, streaming all…
Grammy-winning singer Billie Eilish criticized Tesla and X founder Elon Musk on Instagram, calling him…
Apple and OpenAI are officially headed to court in a jaw-dropping legal battle that has…
Red Dead Redemption is riding into a whole new frontier — and fans are calling…