কলকাতানিউজ

বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হবে মাঝেরহাট ব্রিজ, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Advertisement

কলকাতা: চলতি সপ্তাহেই মন্ত্রী অরূপ বিশ্বাস দীর্ঘ দু’বছর ধরে বন্ধ থাকা মাঝেরহাট ব্রিজ পরিদর্শন করে বলেছিলেন, ব্রিজ চালু করার জন্য পুরোপুরি প্রস্তুত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর থেকেই চালু করা হবে এই ব্রিজ। কিন্তু পরবর্তী সময়ে রেলের তরফ থেকে সমস্যা দেখা দেয়। এমনকি ফিট সার্টিফিকেট নিয়েও প্রশ্ন ওঠে। তবে কোনও বাধা আর রইল না। অবশেষে রেলের তরফ থেকে ফিট সার্টিফিকেট পেয়ে গিয়েছে মাঝেরহাট ব্রিজ। তাই আগামী বৃহস্পতিবার সর্বসাধারনের জন্য এই ব্রিজ পুনরায় খুলে দেওয়া হবে। নতুনভাবে তৈরি করা মাঝেরহাট ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল চারটের সময় মুখ্যমন্ত্রী হাত দিয়ে এই ব্রিজের উদ্বোধন হবে এবং তারপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই ব্রিজ। দু’বছর ধরে এই মাঝেরহাট ব্রিজ বন্ধ থাকার কারণে দক্ষিণের মানুষদের শহরে আসা-যাওয়ার ক্ষেত্রে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এবার তা আর হবে না বলেই আশাবাদী রাজ্য সরকার।

প্রসঙ্গত, এই মাঝেরহাট ব্রিজের নয়া সংযুক্তিকরণ হিসেবে থাকবে একটি সংকেত। ভারী মালবোঝাই যান এই ব্রিজের ওপরে উঠলেই সেটি সংকেত দিয়ে দেবে কন্ট্রোল রুমে। ব্রিজের যে অংশের তলায় রেললাইন রয়েছে, সেই অংশ ঝুলন্তভাবে বানানো হয়েছে। মোট 84টি কেবল এই ব্রিজটিকে ধরে রেখেছে। চার লেনের নয়া মাঝেরহাট ব্রিজ এখন অনেকটাই চওড়া। তাই যানজটের সম্ভাবনা অনেক কম।

Related Articles

Back to top button