কৌশিক পোল্ল্যে: পোশাক বিভ্রাটে সমস্যায় কমবেশি মুখোমুখি হয়েছেন সকল সেলেবগন, এক্ষেত্রে অভিনেত্রীদের ঝুঁকিটাই বেশি। বিভিন্ন অনুষ্ঠান, পার্টি, অ্যাওয়ার্ড শো কিংবা ইভেন্টে পোশাক নিয়ে আপত্তিকর পরিস্থিতিতে আউটফিট সঙ্গ না দিলে সত্যিই বিপর্যয় বয়ে আনে, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার ট্রোল ও মিমস তো সদাই প্রস্তুত তাদের নিয়ে কনটেন্ট তৈরির দিকে। কাজেই বহু সাবধানতা এক্ষেত্রে অবলম্বন করতেই হয়।
বলিউডের ফ্যাশানিস্তা ও অ্যাকট্রেস কাম সুপারমডেল মালাইকা অরোরা এসবের ধার ধারেন না। নিজের ইচ্ছেমতো আউটফিটে প্রকাশ্যে আসেন আত্মবিশ্বাসের সঙ্গে। বেশিরভাগ ক্ষেত্রেই তাক স্টাইল কনসেপ্টে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান আজকের তাবড় অভিনেত্রীরা। বেশ কিছু সময় এই পোশাকই চলে যায় তার বিরুদ্ধে ফলে সোশ্যালে ট্রোলড হওয়া তার কাছে কোনো নতুন বিষয় নয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : কবিগুরুর গানের লাইন কিয়ারা আডবানি বুকে, ভাইরাল সেই ছবি
সদ্য মালাইকা একটি শরীরের কালার কমপ্লেকশনের স্কিনিটাইপ আউটফিটে পাবলিক প্লেসে স্পট হন, যে ছবি উঠে আসে নেটদুনিয়ার নজরে। পোশাকের আবরন ভেদ করে সুষ্পষ্ট দেখা যাচ্ছে মালাইকার গোপনাঙ্গ যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল সাইটে।
এরকম অযাচিত পোশাক পরে পাবলিক প্লেসে তিনি কী করে বের হন সেই প্রশ্ন ছুঁড়েছেন অনেকে। এছাড়া এরকম অদ্ভুত পোশাকে তিনি বোল্ড নন বরং বড্ড বেমানান এরকম মন্তব্যও আসছে ঘুরে ফিরে। একদল ইউজার ছবি দেখেই বেজায় চটেছেন, সেই কারনে তীব্র কটাক্ষ করে মালাইকাকে কিম কার্দাশিয়ানের সস্তা কপি হিসেবে অভিহিত করেন।
অর্জুন কাপুরের সঙ্গে অসমবয়সী সম্পর্ক নিয়ে নিত্যদিনই ট্রোলড হন মালাইকা তার উপর অনুরাগীদের কথা মাথায় রেখে এবার কী তার স্টাইলে পরিবর্তন ঘটবে? সে প্রশ্ন সময়ের হাতে অপেক্ষমান। বর্তমানে মালাইকা জনপ্রিয় ফ্যাশন শো ‘সুপারমডেল অফ দ্য ইয়ার’ এর মুখ্য বিচারকের পদটি অলঙ্কৃত করে রেখেছেন।