মানুষের জন্য রাস্তায় বেরোব, যদি আমার করোনা হয় হোক: মমতা

Advertisement

Advertisement

কলকাতার বিভিন্ন রাস্তায় পরপর তিনদিন মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট। মঙ্গলবার থেকে আজ বিকেলেও কলকাতার বিভিন্ন রাস্তাতে মুখ্যমন্ত্রী মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দিলেন। আজ মৌলালি এলাকায় গিয়েছিলেন তিনি। তবে আগের দিনের মতোই আজ ও তিনি লকডাউনের নিয়ম ভাঙেননি। গাড়িতে বসেই মাইকিং করে সচেতনতার বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আজ মুখ্যমন্ত্রী প্রথমেই লকডাউনের ফলে মানুষের যে অসুবিধা হচ্ছে তার জন্য ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, “করোনাকে হারাতে গেলে ঘরেই থাকতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলুন। ঘরে থাকুন। ” এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলেন যে “মানুষের পাশে সরকার আছে। মানুষকে সচেতন করতে রাস্তায় বের হতে হচ্ছে। তাতে যদি আমার করোনা হয় ,হোক।”

Advertisement

করোনা হলে ভয় না পেয়ে পুলিশকে জানাতে বলেছেন। দরকার পড়লে পুলিশের সাহায্য নিয়ে হাসপাতালে যাবার কথাও তিনি বলেন। প্রসঙ্গত এর আগের দুদিন তিনি রাজাবাজার, পার্কসার্কাস, খিদিরপুর এই জায়গাগুলিতে গিয়ে মাইকিং-এ প্রচার করেছেন। মুখ্যমন্ত্রীর এই কাজের খুব প্রশংসা করছে রাজ্যবাসী। যদিও বিরোধীরা তার এই কাজকে নিয়ে বারবার সমালোচনা করেছেন। তবে বারংবার মুখ্যমন্ত্রী মানুষদের এই লকডাউনের সময় বাড়িতে থাকার অনুরোধ করেছেন।

Advertisement

Recent Posts