পশ্চিমবঙ্গে এসএসসি দুর্নীতির প্রেক্ষাপটে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে এক বৈঠকে তিনি জানান, যতদিন না পর্যন্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে, ততদিন চাকরিহারা এই কর্মীদের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, গ্রুপ সি কর্মীরা প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, যদি সুপ্রিম কোর্ট শিক্ষাকর্মীদের কাজের অনুমতি না দেয়, তবে রাজ্য সরকার আইন অনুযায়ী বিকল্প রাস্তা খুঁজে বের করবে।
২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর থেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় চরম সংকট তৈরি হয়। বহু শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়ে পথে বসেন। সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট কিছু শিক্ষককে সাময়িকভাবে স্কুলে ফিরে কাজ করার অনুমতি দিলেও, শিক্ষাকর্মীদের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা দেয়নি। এই পরিস্থিতিতে মমতার এই ঘোষণাকে অনেকেই স্বস্তির নিঃশ্বাস হিসেবেই দেখছেন।
তবে মুখ্যমন্ত্রীর ঘোষণায় সম্পূর্ণ সন্তুষ্ট নন গ্রুপ ডি কর্মীরা। তাঁদের দাবি, নির্ধারিত ভাতার টাকা ঋণ পরিশোধেই চলে যাবে, জীবিকা নির্বাহের জন্য তা যথেষ্ট নয়। তাঁরা প্রতি মাসে অতিরিক্ত পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধির আবেদন জানিয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী এখনও এই বিষয়ে কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত জানাননি।
অন্যদিকে, নদিয়ার তেহট্টে নিহত এক সেনাকর্মীর পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন, সংকটের সময়ে তিনি রাজ্যের মানুষের পাশে আছেন। তবে এই সিদ্ধান্তগুলি ভবিষ্যতে বাস্তবে কতটা কার্যকর হবে, তা দেখার বিষয়।