Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সব ভোট সকাল-সকাল দিন, টুইট বার্তায় বললেন মমতা

Updated :  Tuesday, April 6, 2021 11:14 AM

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আজকে হলো তৃতীয় দফা। এই তৃতীয় দফায় গ্রহণ করা হচ্ছে বাংলার সর্বমোট ৩১ আসনের নির্বাচন। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং গণতান্ত্রিক অধিকারের জন্য সকলেই কিন্তু সেই বার্তা নিয়ে নেমে পড়েছেন ভোট দিতে। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে বার্তা দিলেন যেন সকলে তাড়াতাড়ি ভোট দেন। নিজের টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, “বাংলার মা মাটি মানুষ কে আমার আবেদন, নিজের গণতান্ত্রিক অধিকার সকাল-সকাল প্রয়োগ করুন। ভোট দিন। সকাল সকাল ভোট দিন।”

আজকে দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু আসন, হাওড়া এবং হুগলির সর্বমোট ৩১ আসনে নির্বাচন। এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজকে। ইতিমধ্যেই এবারের সবথেকে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে নির্বাচন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় নন্দীগ্রামের নির্বাচনে বারংবার ঘাসফুল শিবির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় বাহিনীর উপরে। আর এবারে তৃতীয় দফায় বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর দিকে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই।

অন্যদিকে বিজেপি নেতৃত্বের থেকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির তরফ থেকে টুইট বার্তা এসেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগের দুই দফার মতো এবারেও ভোটারদের উদ্দেশ্যে টুইট করেছেন সেই বাংলা ভাষায়। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের যেসব জায়গায় আজকে নির্বাচন হচ্ছে, সেখানে ভোট দাতাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানাই। ভোট দিন আর গণতন্ত্রকে আরো শক্তিশালী করে তুলুন।”