Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মালদায় গিয়ে আম জনতার কাছে আম চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Updated :  Wednesday, February 10, 2021 9:03 PM

আমের জন্য অত্যন্ত বিখ্যাত জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা। তবে ভোট মুখী বাংলার আগে এবারে মালদায় গিয়ে সেখানকার জনসাধারণের কাছে আম চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মালদার ল্যাংড়া এবং ফজলি আম দুটি বেশ বিখ্যাত। তবে এবারে মুখ্যমন্ত্রী মালদার মানুষের কাছে চেয়ে বসলেন সুবিশাল ফজলি আম।

ইংরেজবাজার এর কর্মী সভায় মমতা ব্যানার্জি বললেন, “এই ভোটে আমাকে ফজলি আম দিতে হবে। কি এবার দেবেন তো? ফজলি আম একটু খাওয়াবেন তো?” এছাড়াও বিরোধী দলের দিকে তোপ দেগে বললেন, “এতদিন সিপিএম কংগ্রেস এবং বিজেপি অনেকে মালদার ফজলি আম খেয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস খায়নি।” প্রসঙ্গত, এদিন তৃণমূল নেত্রী শুধু ফজলি আম নয় আমসত্ত্ব চেয়েছেন মালদার মানুষের কাছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, “আম এবং আমসত্ত্ব দুটোই চাই।”

এছাড়াও, ইংরেজবাজার এর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, অপপ্রচার করে মৌসম ব্যানার্জির নূরকে হারানো হয়েছে। তাকে সম্মান দেওয়ার জন্য তাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। মালদার মানুষ যদি নিজেদেরকে অবহেলিত মনে না করেন তাদের সেই সেন্টিমেন্টকে মাথায় রেখে গনি খান পরিবার এর উত্তরসূরী মৌসমকে সাংসদ করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল।