Today Trending Newsনিউজরাজ্য

NRC নিয়ে রাজ্যবাসীকে বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এবার চড়া সুরে আক্রমন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাধারণ মানুষকে জোট বাঁধার আহবান দিয়ে বলেন, একটা মানুষকেও দেশ ছাড়া হতে দেবেন না।

তিনি কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন করেন যে, “আমাদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড আছে এরপর আবার নাগরিকত্বের প্রমান কিসের??”

ওনার মতে, বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে এবং তিনি তা করতে দেবেন না। অসমের NRC নিয়ে তিনি বলেন, ওখানে কাউকে বাদ দেওয়া হচ্ছে না।

খরগপুর বিধানসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃনমুল। তিনি বলেন, খড়গপুরের মানুষ তাকে সমর্থন করেছে। তিনি তাদের আশ্বাস দিয়ে বলেছেন তিনি NRC হতে দেবেন না। কোনো ডিভাইড অ্যান্ড রুল তিনি মেনে নেবেন না।

এদিন উপনির্বাচনে জয়ী প্রদীপ সরকার বলেন, হাসপাতালে আই সি ইউর প্রয়োজন। মুখ্যমন্ত্রী বলেছেন ২০২০ সালের মধ্যে ১০ টি বেডে আই সি ইউর ব্যবস্থা করে দেবেন। তাছাড়া একটি স্টেডিয়াম বানানোর জন্যে ৫ কোটি টাকা দেওয়ার কথাও বলেন।

Related Articles

Back to top button