কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে আসার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বড় ঘোষণা করলেন। তিনি এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান ও স্বনির্ভর করতে বড় পদক্ষেপ নিতে চলেছেন। এই করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে অনেকেই তাদের কাজ হারিয়েছে। এছাড়াও রাজ্যের লক্ষ লক্ষ যুবক যুবতীর শিক্ষাগত যোগ্যতা থাকলেও তারা কোন চাকরি পাচ্ছে না।
রাজ্য থেকে বেকারত্ব সমস্যা লাঘব করতে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে অনগ্রসর সম্প্রদায়ের সাথে বৈঠকে তিনি ঘোষণা করেন, রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে সহজ শর্তে বাইক কেনার জন্য ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে। সেই বাইকে বক্স লাগিয়ে কেউ ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করে বা ফল বিক্রি করে তাদের কর্ম সংস্থান করতে পারবে। তিনি বলেছেন এরকমভাবে একটা পরিবারে ৫ জন পেলে প্রায় ১০ লক্ষ মানুষ উপকৃত হবে।
গতকালের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এই বাইক কেনার জন্য ঋণ তিনি রাজ্যের ২ লাখ ছেলেমেয়েদের দেবেন। সরকারি ব্যাঙ্ক দিয়ে এই কাজ তাড়াতাড়ি হবে না। তাই কো-অপারেটিভ ব্যাঙ্কের মাধ্যমে এই বাইক কেনার ঋণ পাবেন যুবক-যুবতীরা। তিনি এও বলেন, বাইক পেলে ছেলে মেয়েরা নিজেদের ইচ্ছামত ফল বা শাড়ি বা যেকোনো জিনিস বিক্রি করে তারা কিছুটা হলেও উপার্জন করতে পারবে ও পরিবারকে সাপোর্ট করতে পারবে।
এছাড়াও তিনি বৈঠকে করোনা পরিস্থিতিতে মেলা না হওয়ার প্রসঙ্গ তুলেছেন। চলতি বছরে কোন মেলা না হওয়ায় ক্ষুদ্র ও কুটির শিল্পীরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে মমতার আশ্বাস, হয়তো কালী পূজার পর থেকে মেলা করার অনুমতি দেবে সরকার। এমনকি সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে মেলা অনুষ্ঠিত করবে খোদ রাজ্য সরকার। এছাড়া এদিন নবান্ন থেকে ২৫ হাজার পরিবারকে জমির পাট্টা দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ৷ মতুয়া উন্নয়ন পর্ষদের জন্যে তিনি ১০ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন।