পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে কি করে রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাড়ি, বলেন যে রেলের সম্পত্তি নষ্ট করলে তাকে ‘শ্যুট অ্যাট সাইট’ এর নির্দেশ দেন। কোনো গণতান্ত্রিক দেশে এমন নির্দেশ নির্দেশের কোনো যৌক্তিকতা নেই।
শুক্রবার থেকে রাজ্যে ছড়িয়েছে সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট বিরোধী বিক্ষোভ, যার প্রভাবে মুর্শিদাবাদের লালগোলা, বেলডাঙার স্টেশন তাছাড়া কৃষ্ণপুরে ও জ্বালিয়ে দেওয়া হয়েছে রেলস্টেশন থেকে শুরু করে ৪ টি ট্রেন।
আরও পড়ুন : ‘আধার নাগরিকত্বের প্রমাণ নয়’ জানালেন অমিত শাহ, আক্রমণ মমতার
তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেন। তিনি বলেন, রাস্তা অবরোধ না করতে, রেল না জ্বালাতে, নির্দিষ্ট ধর্মের আন্দোলন এটা নয়, এটা সমস্ত ধর্ম ও সমস্ত জাতির আন্দোলন হওয়া উচিত। তিনি অমিতের উদ্দেশ্যে বার্তা দেন, আপনার দলকে নিয়ন্ত্রণ করুন, দেশকে নিয়ন্ত্রণ করুন, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা ভুলে যাবেন না।