নয়ন ঘোষ : রাজ্যের পট পরিবর্তনের অন্যতম নাম নন্দীগ্রাম। নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়েই রাজ্যে বামেদের পতন শুরু হয়েছিল। ঘাসফুল শিবিরে দেখা দিয়েছিল উত্থানের সূচক। সেই আন্দোলনকে মনে রেখেই ১২ তম নন্দীগ্রাম দিবসে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রাম আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে ১২ তম নন্দীগ্রাম দিবসে টুইট করেছেন তৃণমূল সুপ্রিমো। টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সূর্যোদয়ের নামে নন্দীগ্রামে নিরীহ গ্রামবাসীদের ওপর যে অত্যাচার চলেছিল আজ তার ১২ তম বর্ষপূর্তি। বাম সরকারকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তিন দশক ধরে রাজনৈতিক হিংসা প্রাণ হারানো সকল শহিদদের প্রণাম জানাই। রাজ্যে এখন শান্তি বিরাজমান।