নিউজপলিটিক্সরাজ্য

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, আগামীকাল পথে নামছেন মমতা বন্দোপাধ্যায়

মহিলা ব্রিগেড নিয়ে মাল্লাগুরি থেকে ভেনাস মোড় পর্যন্ত এবার পথে নামতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মহিলা ব্রিগেড নিয়ে মাল্লাগুরি থেকে ভেনাস মোড় পর্যন্ত এবার পথে নামতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে থাকা গ্যাসের দাম নিয়ে গৃহস্থের পাশে থাকার বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন মমতা ব্যানার্জি। আগামীকালের মিছিলে থাকবে প্রতিটি গ্যাস সিলিন্ডার। এরকমটাই খবর দলীয় সূত্রে। মমতা জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে গ্যাসের দাম বেড়েই চলেছে। কেন্দ্রীয় সরকার একাধিক প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু তা পূরণ হচ্ছে না। গৃহস্থের উপরে দিনদিন চাপ বেড়েই চলেছে। এই অবস্থায় সাধারণ মানুষের উদ্দেশ্যেই প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে মিছিল করবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল টার্গেট নিয়েছে, প্রায় ২০,০০০ মহিলাদের নিয়ে এই মিছিল হতে চলেছে।

এই মিছিলে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়াও চন্দ্রিমা ভট্টাচার্য এবং কাকলি ঘোষ দস্তিদার। তবে শিলিগুড়িতে দলীয় প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতারা। তারা বলছেন, তারা কোনো বহিরাগত প্রার্থী চান না। বরং তাদের যেন ঘরের ছেলে প্রার্থী হয়। রঞ্জন সরকারের নাম ছিল উত্তরের এই আসনে। কিন্তু সেখানে ওম প্রকাশ মিশ্রা তৃণমূলের হয়ে প্রার্থী হন। আর তারপর থেকেই ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে।

এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য আসতে পারেন। তার একটি ছোট বৈঠক করার সম্ভাবনা রয়েছে দলের সকল স্তরের কর্মীদের সঙ্গে। তবে তার মূল বৈঠক হতে চলেছে দলের মহিলা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে। সেখানে তিনি রাজ্যের প্রচারে মহিলাদের ভূমিকা বুঝিয়ে দিতে চলেছেন অত্যন্ত বিস্তারিতভাবে। তার সাথেই চন্দ্রিমা ভট্টাচার্য এবং কাকলি ঘোষ দস্তিদার মমতা বন্দ্যোপাধ্যায় কে সাহায্য করার জন্য থাকতে চলেছেন।

কলকাতায় ফিরে আবার রোড শো করলেন মমতা ব্যানার্জি। বিকেল ৩ টে থেকে তার রোড শো করার কথা। কলেজস্ট্রিট থেকে এসপ্ল্যানেড অব্দি রোড শো করবেন তিনি। এই রোড শোতে তিনি নারী সুরক্ষা নিয়ে প্রচার চালাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিন প্রতি বছর তিনি মিছিল আয়োজন করেন। মনে করা হচ্ছে, শুধুমাত্র নারী দিবসের মিছিল নয়, এর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করে দিচ্ছেন বিধানসভা নির্বাচনের জন্য।

Related Articles

Back to top button