আদিবাসী মেয়েদের সাথে নাচলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়কে নাচতে দেখা গেছে। কথাটা শুনতে অবাক লাগলেও এটা সত্যি। মালদা জেলার আদিবাসীদের একটি গণ বিবাহ অনুষ্ঠানে আদিবাসী মেয়েদের সাথে নাচলেন মুখ্যমন্ত্রী। সাধারণত মুখ্যমন্ত্রী অত্যন্ত সচেতন ব্যাক্তিত্ব। কিন্তু আজ তাকে অন্যরুপে দেখতে পেল আমজনতা। ফোক গানে আদিবাসীদের সাথে তাল মিলিয়ে নাচলেন তিনি।
কয়েকদিন আগে কালিয়াগঞ্জের একটি সভাতে মুখ্যমন্ত্রী “জয় বাংলা” ও “জয় জহর” নামক ২ টো প্রকল্প চালু করেছেন। যেটা মূলত আদিবাসী, লোকশিল্পী, তফসালিদের জন্য পেনশনের সুযোগ করে দেওয়া। ৬০ বছর এবং তার বেশি বয়সীদের জন্য এই পেনশন প্রকল্প। যারা অন্য কোথাও থেকে পেনশন পান না তারা প্রতি মাসে ১০০০ টাকা করে পেনশন পাবেন।
আরও পড়ুন : কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, এই ৬ জেলায় আছড়ে পড়ার সম্ভাবনা, জানাল হাওয়া অফিস
মুখ্যমন্ত্রী বলেছেন যে এর জন্য তাদের কারোর কাছে যেতে হবে না, প্রতি মাসে ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে। সেদিন সভাতে তিনি আরও অনেক কর্মসূচীর উল্লেখ করেছিলেন। যার মধ্যে তিনি বলেছিলেন ২ লক্ষ ছেলে মেয়েদের ব্যবসা করার জন্য তিনি ১ লক্ষ টাকা করে দেবেন।
তৃনমূল গরীব এসসি (SC) ও এসটি (ST)দের নিয়ে এই গণ বিবাহের আয়োজন করেছিল, যাতে তারা ও বিভিন্ন সম্প্রদায়ের সাথে যোগদান করতে পারে।