“ভোটের আগে বাংলায় এসে বঙ্গাল বঙ্গাল বলে চিৎকার করে”, গেরুয়া শিবিরকে কটাক্ষ করে মন্তব্য মুখ্যমন্ত্রীর

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। এরইমধ্যে আজ অর্থাৎ ১৯ জানুয়ারি মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুরুলিয়ার হুটমুরায় একটি জনসভায় উপস্থিত ছিলেন। তিনি…

Avatar

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। এরইমধ্যে আজ অর্থাৎ ১৯ জানুয়ারি মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুরুলিয়ার হুটমুরায় একটি জনসভায় উপস্থিত ছিলেন। তিনি জনসভা থেকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন। তিনি জানিয়েছেন বিজেপি একাধিক ইস্যুতে মিথ্যা প্রচার করছে। গেরুয়া শিবিরের মিথ্যার ফিরিস্তি দিতে গিয়ে তিনি বলেছেন, “ভোটের আগে বাংলায় এসে বঙ্গাল বঙ্গাল বলে চিৎকার করে। এদিকে ওরা বাংলাটা ঠিক করে বলতে পারে না। ভোটের সময় বঙ্গাল, আর ভোট ফুরোলেই কাঙ্গাল।”

এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে যে তারা তাদের সভাতে গিয়ে মিথ্যা প্রচার করছে। তিনি জানান, “তৃণমূলের জনসভার নির্ধারিত সময়ের থেকে তিন-চার ঘণ্টা আগে সে বিজেপি সভামঞ্চের ছবি তুলে নিয়ে যায়। সেই ছবি দেখিয়ে পড়ে বলে মমতার সভায় ভীড় হয়নি। আসলে সবকিছু হচ্ছে দিল্লির আঙ্গুলের ইশারায়। এদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই।”

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী সায়নী মিম বিতর্কে বিজেপিকে এক হাত নিয়ে বলেছেন, “অভিনেত্রী সায়নী ঘোষকে ধমক দিচ্ছে বিজেপি। ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখান। বাংলায় ধমকানো যাবে না, মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে দেবো।” এছাড়াও তিনি বলেছেন, “সংস্কৃতিকে, টালিগঞ্জকে এবং বাংলাকে আক্রমণ করা যাবে না। সবার বাকস্বাধীনতা আছে, মানুষ কথা বলতেই পারে।”

প্রসঙ্গত, গতবছর লোকসভা নির্বাচনে গোটা রাজ্যে ১৮ টি আসন ছিল গেরুয়া শিবিরের। তার মধ্যে অন্যতম ছিল পুরুলিয়ার গুলি। সেখানে গেরুয়া ঝড় তোলে জ্যোতির্ময় সিং মাহাতো। তারপর থেকে জেলায় বিজেপির আরো বিস্তার হয়েছে। তাই আজ মুখ্যমন্ত্রী প্রাক-নির্বাচনী চমক দিতে পুরুলিয়া পৌঁছে গিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো খোদ জানেন যে পুরুলিয়ায় ঘাসফুল শিবিরের জয়পতাকা উত্তোলন করা খুব একটা সহজ কাজ হবে না।