তিনগুণ বেশি ভোটে নন্দীগ্রামে হারাবো মাননীয়াকে, মমতার উদ্দেশে শুভেন্দু
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা অনুযায়ী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের প্রার্থী হয়ে দাঁড়াবেন
একুশে বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন বাংলা বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা প্রস্তুত করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তারপর আজ অর্থাৎ শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশে বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন। আজকে তিনি তৃণমূল কংগ্রেসের মোট ২৯৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন ২৯৪ বিধানসভা কেন্দ্রের জন্য। তার মধ্যে তিনি এবারে যে নন্দীগ্রাম থেকে নির্বাচনী লড়াই লড়বেন তা তালিকা প্রকাশের মাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি এবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল সৈনিক হয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এবারে ভবানীপুরে আসনে তিনি দাঁড়াচ্ছেন না।
অন্যদিকে গতকাল রাতেই বিজেপি বাংলা কোর কমিটির সাথে কেন্দ্রীয় নেতারা বৈঠক করে তাদের বিধানসভা নির্বাচনের প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। তবে এখন অব্দি তারা চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। তবে নন্দীগ্রাম কেন্দ্র থেকে গেরুয়া সৈনিক হয়ে লড়বেন শুভেন্দু অধিকারী, তা একপ্রকার নিশ্চিত। এবার মমতা নন্দীগ্রামে প্রার্থী হয়ে দাঁড়াবে তা শুনেই শুভেন্দু দাবি করেছেন, “আমি দাঁড়াই বা যেই দাঁড়াক, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন নন্দীগ্রামের মানুষ আওয়াজ তুলেছেন। কোন বহিরাগত নয়। নন্দীগ্রামের মানুষেরা চিৎকার করে বলছেন যে তারা তাদের ভূমিপুত্রকে চায়।” এছাড়াও তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে পাঁশকুড়ার এক জনসভা থেকে শুভেন্দু অধিকারী সরাসরি বলেছেন, “লিস্ট দেখেই বুঝেছি। এই জেলাতে ১৬-০ তে বিজেপি জয়লাভ করবে।”
অন্যদিকে আজ সকাল থেকেই বঙ্গ রাজনীতিকে তীব্র জল্পনা-কল্পনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রের না দাঁড়ানোর প্রসঙ্গ নিয়ে। এবার মুখ্যমন্ত্রী তার গত দুবার জয়লাভ করা কেন্দ্র ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। এই প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, “নিজের কেন্দ্র থেকে পালিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি জানেন তিনি সেখানে দাঁড়ালে হেরে যাবেন। কিন্তু পালিয়ে যাবেন কোথায়। নন্দীগ্রামে এসে তিনি যেখানে যত ভোটে হারতেন তার চেয়ে তিনগুণ ভোটে হারবেন।” এবার গোটা বঙ্গবাসী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু বনাম মমতার হেভিওয়েট লড়াই দেখতে উদগ্রীব হয়ে থাকবেন।