রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হুমকি, প্রশান্ত কিশোরকে Z-ক্যাটাগরির সুরক্ষা দেবে মমতা সরকার
টার্গেট করা হচ্ছে প্রশান্ত কিশোরকে। গোয়েন্দা সূত্রে এমন খবর পাওয়ার পর তাকে Z ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। সম্প্রতি ভোটে দিল্লিতে আপের ভালো ফল হওয়ার পিছনে প্রশান্ত কিশোরের হাত থাকায় ২০২১-এও তৃণমূলের পথ মসৃন করতে প্রশান্ত কিশোরকে দরকার তৃণমূলের। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে প্রশান্ত কিশোরের তৃনমূলে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা দল ঠিক করবে৷ তার এই উত্তরের পর থেকেই শুরু হয়েছে জোর জল্পনা৷ এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর৷
জেডিইউ থেকে বহিষ্কার করা হয়েছে প্রশান্ত কিশোরকে তার কারণ নীতীশ কুমারের সাথে তার দূরত্ব। দল থেকে প্রশান্ত কিশোরকে বহিষ্কার করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভোটকুশলী প্রশান্ত কিশোরের সাফল্যে বিরোধীরা চিন্তায় তাই তাকে টার্গেট করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই তাকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভায় ব্যর্থতার পর প্রশান্ত কিশোরকে ভোট কৌশলী হিসেবে নিয়োগ করেছিল তৃণমূল। বর্তমানে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের কৌশল তৈরি করে থাকেন তিনি। আর এই পশ্চিমবঙ্গে ২০২১-এ ক্ষমতা দখলের ছক কষছে বিজেপি। এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের নিরাপত্তা নিয়ে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই এবার তাঁকে Z ক্যাটেগরি নিরাপত্তা দেবে রাজ্য সরকার।
আরও পড়ুন : পুরভোটের প্রাক্কালে রাজ্যবাসীর মন জয়ে বড়সড় ঘোষণা রাজ্যের
প্রশান্ত কিশোরের হাত পড়লেই সব সোনা হয়ে যায়, বিভিন্ন দলকে সাফল্য এনে দিয়েছে তার স্ট্র্যাটেজি, গোটা দেশজুড়ে প্রশান্ত কিশোরের সাফল্যে তাঁর ওপর হামলার আশঙ্কাও গোয়েন্দারা। Z ক্যাটেগরির নিয়ম অনুযায়ীই তাঁর কনভয়ে নিরাপত্তা প্রদান করা হবে। গত ২ ফেব্রুয়ারি এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।