নিউজপলিটিক্স

Big News: ফের মুখোমুখি মোদী ও মমতা!

Advertisement

অরূপ মাহাত: দীর্ঘ দেড় বছর পর আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসবেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার প্রশাসনিক নানা আলোচনার জন্য দিল্লিতে মুখোমুখি হবেন মূখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই উদ্দেশ্যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিল্লি রওনা দেবেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় আমন্ত্রিত ছিলেন মূখ্যমন্ত্রী। তবে তখন তিনি উপস্থিত থাকেননি। শেষবার প্রধানমন্ত্রী ও মূখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল বিশ্বভারতীর সমাবর্তনে।

দীর্ঘ দেড় বছর পর মূখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর এই বৈঠক নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই যখন নবান্নে হানা দিয়েছে আইপিএস রাজীব কুমারের খোঁজে, ঠিক তখন মূখ্যমন্ত্রীর দিল্লি সফর ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্য প্রশাসনের তরফে যদিও এই বৈঠককে কেন্দ্র – রাজ্য সুসম্পর্ক হিসেবেই দেখানো হয়েছে। এবং বলা হয়েছে যে, শুধুমাত্র প্রশাসনিক বিষয়ে আলোচনার জন্যই মূখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনায় বসবেন।

Related Articles

Back to top button