Today Trending Newsনিউজপলিটিক্স

‘রাজ্যে নোংরা রাজনীতিতে নেমেছে বাম ও কংগ্রেস’, দিল্লিতে বিরোধী বৈঠকে থাকছেন না মমতা

Advertisement

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে চলেছেন তিনি। পথে নেমে কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন প্রতিনিয়ত। তবে যখন জোট বেঁধে কেন্দ্র সরকারের বিরোধিতায় নামতে চলেছে কংগ্রেস সহ বাকী রাজনৈতিক দলগুলো। তখন সেই জোটে নিজেকে রাখতে চাইলেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কংগ্রেস ও বামেদের সঙ্গে জোটে থাকতে অস্বীকার করলেন। এ বিষয়ে তিনি জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গে নোংরা রাজনীতির খেলায় নেমেছে বাম ও কংগ্রেস।’ এই কারণেই কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে চেয়ে কংগ্রেসের ডাকা বৈঠকে থাকবেন না তিনি, এমনটাই জানান তিনি। তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে ওরা নোংরা রাজনীতির থেকে বেরিয়ে আসতে পারছে না। এদিকে কেন্দ্রের জনবিরোধী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আমি একাই লড়ে চলেছি।’

আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত, আবারও পথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, আগামী ১৩ জানুয়ারি বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটি বৈঠকের ডাক দিয়েছে কংগ্রেস। দিল্লিতে বিরোধী জোটের গুরুত্বপূর্ণ এই বৈঠকে যোগ দেওয়ার কথা এনডিএ-র বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলায় মনে করা হচ্ছিল যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সভায় যোগ দেবেন। কিন্তু তিনি জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস ও বামেদের ভূমিকায় সন্তুষ্ট নন তিনি। তাই কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে এই বৈঠকে উপস্থিত থাকবেন না তিনি।

Related Articles

Back to top button