Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দিদি আপনি কেনো এতো ভয় পাচ্ছেন? রামলীলা ময়দান থেকে প্রশ্ন ছুঁড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে এদিন বিক্ষোভকারীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দিল্লির রামলীলা ময়দানে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি…

Avatar

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে এদিন বিক্ষোভকারীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দিল্লির রামলীলা ময়দানে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বিরোধীদের তীব্র কটাক্ষ করলেন। তাঁর নিশানায় ছিলেন মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আইনের বিরোধিতার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর কটাক্ষ, ‘দিদি আপনি কেনো এত ভয় পাচ্ছেন? সংসদে দাঁড়িয়ে তো আপনিই বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর জন্যে লড়াই করেছিলেন কয়েক বছর আগেই।’

কয়েকদিন আগেই প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রী রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপ দাবি করেছিলেন। আজ সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি আপনি কলকাতা থেকে সোজা রাষ্ট্রসঙ্ঘে পৌঁছে গেলেন। আপনার কি পশ্চিমবঙ্গ বাসীর উপর থেকে ভরসা উঠে গেছে?’ এরপর আরও আক্রমণের ঝাঁজ বাড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতা আসে, ক্ষমতা যায়, আপনি কেন এতো ভয় পাচ্ছেন? আপনি নিজেই একসময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে সংসদে সরব হয়েছিলেন, আজ হঠাৎ আপনার কি হল।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘মোদী, শাহ দেশের ভবিষ্যত ধ্বংস করেছেন’ : রাহুল গান্ধী

জনসভা থেকে বিরোধীদের তুমুল সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বিরোধিদের একহাত নিয়ে তিনি বলেন, নাগরিকত্ব আইন, এনআরসি নিয়ে ভুল বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে। বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা। মোদি আরও বলেন, ‘বিরোধীরা বলছেন মুসলিমদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমি বলছি, যারা ভারতের মুসলিম যারা এদেশে বছরের পর বছর বাস করছে তাদের কোনো ভয় নেই। তাদের সঙ্গে নাগরিকত্ব আইন, এনআরসি নিয়ে সম্বন্ধ নেই।’ তিনি আরও বলেন, ‘দেশে কোথাও কোনো ডিটেনশন ক্যাম্প হয়নি, আর হবেও না। বিরোধীরা মিথ্যে কথা বলেই চলেছে।’ জনসভায় তার প্রধান টার্গেট যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল সেকথা বলাই বাহুল্য।

About Author