গত ৩ জানুয়ারি নৈহাটিতে বাজি কারখানা বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়। পুলিশ নৈহাটির রামঘাটে গঙ্গার পাড়ে গত কয়েকদিন ধরে বাজি নিষ্ক্রিয় করার কাজ করছিল, আর সেই বাজি নিষ্ক্রিয় করার কাজ করতে গিয়ে বৃহস্পতিবার আবার বিস্ফোরণ হয় সেখানে। এই বিস্ফোরণের ফলে কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল ধরে, এমনকি চুঁচুড়াতে কয়েকটি বাড়ির কাঁচ ভেঙে যায়।
বিস্ফোরণে নৈহাটির সাইবাজ এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে সাবধানতা অবলম্বন না করেই বাজি নিষ্ক্রিয় করার কাজ চলছিল। উত্তপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন : বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটি, বচসা স্থানীয়দের সঙ্গে পুলিশের
এই ঘটনাটি শোনামাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই বাজি বিস্ফোরণে যার যা ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পার্থ চট্টোপাধ্যায় এবং জেলাশাসককে সেখানে যেতে বলেছেন। গোটা ঘটনার পেছনে রয়েছে তৃণমূল এমনটা দাবি করেছে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেছেন বারবার বিস্ফোরণের পরও প্রশাসন নীরব।