বাঘকে বোকা বানাল এক ব্যাক্তি, মৃত হওয়ার নাটক করে বাঘের হাত থেকে প্রান বাঁচালেন, দেখুন হতবাক ভিডিও

মহারাষ্ট্রে বাঘের দ্বারা আক্রান্ত হন এক ব্যাক্তি এরপর মরার ভান করে নিজের জীবন বাঁচান তিনি। সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক আইএফএস কর্মকর্তা পারভীন কাসওয়ান টুইটারে ভিডিওটি শেয়ার করে বলেন, “আপনারা দেখতে চান বাঘের সাথে লড়াইয়ে সংকীর্ণভাবে পালানো দেখতে কেমন লাগে? এতো ভিড় দেখে বাঘটি কোণঠাসা হয়ে পড়েছিল। তবে ভাগ্য ভালো যে ওই ব্যাক্তি এবং বাঘ উভয়ই সুরক্ষিত আছে।”

এরপর এই ভিডিওতে অন্য এক ব্যাক্তি ৩১ সেকেন্ডের পুরো ভিডিওটি কমেন্ট করে বলেন, “এই হল সম্পূর্ণ ভিডিও। ঘটনাটি মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় ঘটেছে।”

আরও পড়ুন : বয়স ১০ বছর, ওজন ১৫০ কেজি, নেট দুনিয়ায় তাক লাগালো আর্য

ভিডিওতে দেখা যায় বাঘটি হঠাৎ করে একজনকে ধরে ফেলে। পরে বাঘটি প্রায় তার উপরে উঠে বসলে লোকটি মৃত হওয়ার ভান করে এরপর বাঘটিকে সবাই ভয় দেখালে সে পালিয়ে যায়।

টুইটার ব্যবহারকারীরা ওই ব্যাক্তির উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। একজন বলেন, “দুর্ভাগ্যক্রমে নগরায়নের ফলে বাঘ এবং মানুষের মধ্যে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। বাঘেরা এতোটাই নিস্তব্ধ থাকে যে আপনার চারপাশে থাকলেও সেটা বোঝা যায়না।”

আরেকজন লেখেন, “এই ব্যাক্তির ভাগ্য খুব ভালো। তার শান্ত আচরণ এবং সাহস তাকে বাঁচতে সাহায্য করলো। ঈশ্বরের অশেষ কৃপা যে বাঘ এবং ব্যাক্তি দুজনেই অক্ষত রয়েছে।”

অন্য একটি পোস্টে একজন লেখেন, “এই ঘটনাটি দেখে সেই পুরনো লোককাহিনীর কথা মনে পড়ে গেল, যেখানে একটি ভালুক ও এক বালকের কথা রয়েছে।”