ভারতীয় এই ক্রিকেটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি, হতে পারে আরও দুজন ক্রিকেটার

Advertisement

Advertisement

ক্রিকেটাররা যুবা ক্রিকেট খেলার জন্য নিজের বয়স অনেক সময় কমিয়ে থাকেন, যদিও এখন তা আর গোপন থাকে না কোনো না কোনো সময় প্রকাশ্যে চলে আসে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় অনূর্ধ্ব উনিশ দলের দায়িত্ব নেওয়ার পরে অনেক ভাল কাজ করেছেন। তার মধ্যে একটি হল কোনও ক্রিকেটার একাধিক আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলার সুযোগ পাবে না।

Advertisement

দুর্ভাগ্যক্রমে রাহুল দ্রাবিড়ের অধীনে ২০১৯ বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব উনিশ দলের একজন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিতে তার জন্মের নথিগুলিকে নকল করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ফাইনালে ঝোড়ো সেঞ্চুরি করে খ্যাতি অর্জনকারী মনজোত কালরার উপর ডিডিসিএ অম্বুডসম্যান দুই বছর এজ-গ্রুপ ক্রিকেট খেলার নিষেধাজ্ঞা জারি করেছে।

Advertisement

আরও পড়ুন : সামনেই অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ধোনির ভবিষ্যত প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement

কালরা ২০১৮ সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের আগে থেকেই তাঁর বয়স সম্পর্কিত নথিগুলি জালিয়াতির জন্য তদন্তের মুখোমুখি হয়েছিলেন এবং যদিও তিনি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ছাড়পত্র পেয়েছিলেন তবে তিনি প্রমাণ করতে পারেনি যে তার বিরুদ্ধে আনা অভিযোগ ভুল ছিল।

এদিকে কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড় নীতীশ রানা এবং শিবম মাভিও বয়স কমানো সম্পর্কিত কারণে তদন্তের জন্য রয়েছেন। ২০১৫ সালে বিসিসিআই বয়স কমানোর জন্য এজ-গ্রুপ ক্রিকেট খেলতে নিষিদ্ধ করেছে এমন ২২ জন খেলোয়াড়দের মধ্যে রানা অন্যতম।
শিবম মাভির কেসটিও বিসিসিআই-এর কাছে তদন্তাধীন রয়েছে। মাভি, যিনি ভারত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ে বোলিং বিভাগে অন্যতম প্রধান নেতৃত্ব ছিলেন।

Recent Posts