দেশনিউজ

ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটে মাওবাদী হামলা

Advertisement

ঝাড়খন্ড : মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের পর আজ, শনিবার ঝাড়খন্ডে প্রথম দফায় ভোটগ্রহণ চলছে। মোট ১০৩ টি আসনে চলছে ভোটগ্রহণ। ভোটগ্রহন চলার সাথে সাথে এক বুথে হামলা চালাল মাওবাদীরা।

আজ, শনিবার ঝাড়খন্ডের গুমলা জেলার বিষ্ণুপুরে বিস্ফোরন ঘটায় মাওবাদীরা। বিস্ফোরনের ফলে একটি সেতু ভেঙে দিয়েছে তারা। সেতু ভাঙলেও কোনো হতাহতের খবর নেই।

এবার ঝাড়খণ্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি মোকাবিলা চলছে বিজেপির সাথে বিরোধীদের। পাঁচ বছর আগে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়নের সাথে জোট করে ভোটে জয়লাভ করে বিজেপি। সেবছর আজসু পেয়েছিল ৫টি এবং বিজেপি পেয়েছে ৩৫ টি আসন।

কিন্তু এবার জোট ছেড়ে বেরিয়ে এসেছে আজসু। তারা নিজেরা আলাদা প্রার্থী দিয়েছে নির্বাচনে। আরজেডিও কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে।

পাঁচদফায় নির্বাচনে জন্য দেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। বুথগুলিকে পুলিশ দ্বারা ঘেরাও করা হয়েছে। তবুও নির্বাচনে সময় মাওবাদীরা হামলা চালিয়েছে। পরবর্তী চার দফায় আরও নিরাপত্তা বাড়ানোর কথা ভাবছে প্রশাসন।

Related Articles

Back to top button