ছত্তীসগঢ়ে বিজাপুরের চিতাভার জঙ্গলে দলের ক্যাডারদের হাতেই খুন হয়েছেন, মাওবাদী নেতা মোদিয়াম ভিজ্জা। মাওবাদী নেতা তাঁর দলের কর্মীদের হাতেই খুন হয়েছেন এমন ঘটনা কমই শোনা যায়, সূত্রের খবর অনুযায়ী গঙ্গালুর এরিয়ার ডিভিশনাল কমিটি মেম্বার ছিলেন ভিজ্জা।
জানা গিয়েছে, বিজাপুরের উপজাতিদের ওপরে দিনের পর দিন মাওবাদীদের অত্যাচারে ক্ষোভ তৈরি হচ্ছিল দলের ভিতরেই। এরপর ওই মাওবাদী নেতাকে খুন করার পর তার দেহ তার পরিবারের হাতে তুলে দেয় দলের ক্যাডাররা। দু দিন আগেই দলের মধ্যে অশান্তি লাগায় ভিজ্জা ও তার দলেরই গঙ্গালুর এরিয়ায় সেক্রেটারি দীনেশ মোদিয়ামের সঙ্গে ঝামেলা চরমে ওঠে এরপরেই হাতাহাতি হয় এবং ভিজ্জা খুন হয়।
এই ঘটনায় ছত্তীসগঢ়ের বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ বলেন, “গঙ্গালুর এলাকায় একাধিক ঘটনায় সাধারণ মানুষ খুনে নাম জড়িয়েছিল ভিজ্জার। তার মাথার দাম ধার্য হয়েছিল ৮ লাখ টাকা। মাওবাদী সংগঠনের মধ্যে হওয়া কলহের ওপরে নজর রেখে চলেছে পুলিস। ঠিকসময়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে”।