‘দরকার পড়লে সশস্ত্র পুলিশবাহিনী নামাতে হবে’, বাজারে ভিড় নিয়ন্ত্রণে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Advertisement

Advertisement

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় বিরক্তির সাথে বেশ কিছু কথা বলেছেন। বাজারে ভিড় নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেছেন, বাজারে ভিড় করা একদম চলবে না, দরকার পড়লে সশস্ত্র পুলিশবাহিনী নামাতে হবে। এরসাথে তিনি আরও বলেছেন যে প্রতিটি বাজারে স্যানিটাইজার রাখতে হবে। কোনও দোকানে ৫ জনের বেশি থাকবে না। মাস্ক ছাড়া বাজারে ঢুকতে দেওয়া হবে না। কোনোভাবে গোষ্ঠী সংক্রমণ হতে দেওয়া যাবে না।

Advertisement

প্রতিদিনই বাজারে ভিড় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নানা অভিযোগ আসছে, তিনি তাই আজ কড়া হাতে এই ভিড় নিয়ন্ত্রণের কথা বৈঠকে উল্লেখ করেছেন। এরসাথেই মুখ্যমন্ত্রী প্রতিটি জেলাশাসকের সাথে সেই জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলির সম্পর্কে খোঁজখবর নেন।

Advertisement

মুখ্যমন্ত্রী আজ বৈঠকে উত্তর ২৪ পরগনাকে নিয়ে বিশেষ বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন যে এর আগেও ডেঙ্গু শুরু হয় এখানেই। এবারও করোনার রেড জোন হিসাবে এই জায়গাকেই নির্বাচিত করা হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আরও বেশি করে সকলে কাজে এগিয়ে আসতে হবে। ১৪ দিনের মধ্যে এই জেলাকে উত্তর ২৪ পরগনাকে গ্রিন জোনে নিয়ে আসতে হবে।

Advertisement

আজ রাজ্যের করোনা সংক্রান্ত আপডেট দেন মুখ্যসচিব রাজীব সিনহা। গত ২৪ ঘন্টায় আরও ২২ জনের নতুন করে সংক্রমণ ঘটেছে। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৪ জন। তবে নতুন করে কারোর মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে।

Recent Posts