টেক বার্তা

১০.৪৫ লাখ টাকায় ভারতে লঞ্চ হয়ে গেল নতুন Maruti Suzuki Grand Vitara, দেখুন অত্যাধুনিক ফিচার

এই গাড়িটি হতে চলেছে ভারতের সবথেকে ফুয়েল এফিশিয়েন্ট এসইউভি গাড়ি

Advertisement

ভারতীয় অটোমোবাইল মার্কেটে মারুতি সুজুকি হল এমন একটি কোম্পানি যা আপনাকে কম দামের মধ্যে দারুন গাড়ি এবং তার সাথে সাথেই দুর্দান্ত কিছু ফিচার অফার করে থাকে। Maruti suzuki এমন একটি কোম্পানি, যা মূলত ভারতীয় নাগরিকদে জন্য এই গাড়ি তৈরি করে এবং খুব কম দামের মধ্যেই কিছু অত্যাধুনিক গাড়ি মার্কেটে নিয়ে আসে। আজ সেরকম একটি গাড়ির ব্যাপারে হবে আলোচনা। ইতিমধ্যেই এই গাড়িটি মারুতি সুজুকি কোম্পানির ক্রেতাদের মধ্যে হয়ে উঠেছে জনপ্রিয়। গাড়িটির নাম Maruti Suzuki Grand Vitara। লঞ্চ হওয়ার আগেই এই গাড়ির ৫৭ হাজারের বেশি বুকিং হয়ে গিয়েছিল এবং এই গাড়িটিকে ৬টি আলাদা আলাদা ভেরিয়েন্টে মার্কেটে নিয়ে আসা হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, এই গাড়িটির সব থেকে বেস মডেলের দাম ১০.৪৫ লক্ষ টাকা।

ইতিমধ্যেই মারুতি সুজুকি কোম্পানিটি তাদের নতুন মিড সাইজ এসইউভি Maruti Suzuki Grand Vitara লঞ্চ করে দিয়েছে। এটি এই কোম্পানির প্রথম স্ট্রং হাইব্রিড গাড়িও বটে। এই গাড়িতে আপনারা পাচ্ছেন ২৮ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ এবং তার সাথেই এটা হল ভারতের সব থেকে ফুয়েল এফিশিয়েন্ট এসইউভি গাড়ি। এই গাড়িটিকে সর্বমোট ৬টি ট্রিমের সাথে মার্কেটে নিয়ে আসা হচ্ছে এবং Sigma মডেলটি এই গাড়ির বেস মডেল। এই মডেলের দাম ১০.৪৫ লক্ষ টাকা এবং এর টপ ভেরিয়েন্ট এর দাম ১৯.৬৫ লক্ষ টাকা। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই গাড়ি এবং তার কয়েকটি মডেলের ব্যাপারে কিছু তথ্য।

আগেই বলেছি Maruti Suzuki Grand Vitara গাড়িতে মাইল্ড হাইব্রিড টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ১.৫ লিটারের পেট্রল ইঞ্জিন যা ১০৩ পিএস পাওয়ার এবং ১৩৬ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এছাড়াও এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এক্সটেরিয়ার এর ব্যাপারে বলতে গেলে এই গাড়িতে রয়েছে বাই হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি ডিআরএল, এলইডি পজিশন ল্যাম্প এবং এলইডি টেল ল্যাম্প। এছাড়াও এই গাড়িতে আপনারা বডি কালার ORVM পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে ইনডিগ্রেটেড টার্ন ইন্ডিকেটর। এ পাশাপাশি আপনারা পাচ্ছেন, বডি কালার ডোর হ্যান্ডেল, রুফ স্পয়লার এবং শার্ক ফিন অ্যান্টেনা। এছাড়াও হুইল কভারের সাথে ১৭ ইঞ্চির স্টিল রিম আপনারা পাবেন।

অন্যদিকে ইন্ট্যারিয়ার এর ব্যাপারে আলোচনা করতে গেলে এই গাড়িতে আপনারা সিলভার অ্যাক্সেন্টের সঙ্গে ডুয়ালটন ইন্টেরিয়র পেয়ে যাবেন। সিগমা ট্রিম গাড়িতে ১০.৬ সেন্টিমিটার টিএফটি ডিসপ্লে, স্লাইডিং আর্ম রেস্ট, অ্যাডজাস্টেবল টিল্ট এবং টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল পাবেন। কি লেস এন্ট্রি, পুশ বাটন স্টার্ট স্টপ, অটোমেটিক এয়ারকন্ডিশনিং সিস্টেম, রিয়ার এসি বেন্ট, ট্র্যাডিশনাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার আপনারা পাবেন। সিগমা মডেলে ইনফোটেইন্মেন্ট সিস্টেম দেওয়া হয়নি। তবে স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল আপনারা পাবেন।

Related Articles

Back to top button