বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। পরিসংখ্যান অনুযায়ী, দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা এই মারুতি সুজুকি চলতি বছর অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসে মোট বিক্রয় ৮.২৮ শতাংশ বেড়ে ১ লাখ ৭৫ হাজার ৯১৬ টি হয়েছে। ঠিক এক বছর আগে জুলাই মাসে বিক্রির পরিমাণ ছিল ১ লাখ ৬২ হাজার ৪৬২ টি।
এই কোম্পানির প্রাইভেট গাড়ি ছাড়াও ব্যাপক বিক্রি হয় কমার্শিয়াল বা যাত্রীবাহী গাড়ি। ভারতীয় বাজারে চলতি বছরে জুলাই মাসে যাত্রীবাহী গাড়ির বিক্রির পরিমাণ আগের বছরের তুলনায় ৬.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে মারুতি সুজুকি তাদের যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছে ১ লাখ ৪২ হাজার ৮৫০ ইউনিট। এত বিক্রি হওয়া সত্ত্বেও কোম্পানির পক্ষে জানানো হয়েছে, “ইলেকট্রনিক যন্ত্রাংশের অভাবে গাড়ির উৎপাদনে সামান্য প্রভাব পড়েছে।”
আপনাদের জানিয়ে রাখি প্রাইভেট গাড়ির মধ্যে মারুতি সুজুকির কম্প্যাক্ট মডেল বালেনো, সেলেরিও, ডিজায়ার, সুইফট, ওয়াগন-আর, অত্যন্ত জনপ্রিয়। শুধুমাত্র ২০২২ সালের জুলাই মাসে এই কম্প্যাক্ট মডেল বিক্রি হয়েছে ৮৪ হাজার ৮১৮ টি।
অন্যদিকে, হুন্ডাই মোটরসের মোট বিক্রয় জুলাই মাসে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তারা গত মাসে ৬৩ হাজার ৮৫১ ইউনিট গাড়ি বিক্রি করেছে। তবে চাহিদার নিরিখে বেশ উপরে রয়েছে ভারতীয় কোম্পানি টাটা মোটরস। গত জুলাই মাসে টাটা মোটরস বিক্রি করেছে ৮১ হাজার ৭৯০ ইউনিট। এই কোম্পানির নেক্সন, সাফারি এবং পাঞ্চ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ভারতীয় গ্রাহকদের মধ্যে।