অত্যাধুনিক লুক নিয়ে লঞ্চ হচ্ছে Maruti Suzuki Swift Hybrid, মাইলেজ দেবে ৪০ Kmpl
আজকাল বেশিরভাগ অটোমেকার হাইব্রিড গাড়ি প্রস্তুত এর দিকে এগোচ্ছে
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে ভারতের বাজারে এসেছে ইলেকট্রিক যুগ। একের পর এক জনপ্রিয় অটোমেকার ভারতের বাজারে এনেছে ইলেকট্রিক স্কুটি থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি। এমন কি আজকাল প্রিমিয়াম সেগমেন্টের প্রত্যেকটি গাড়ি আসছে ইলেকট্রিক ভার্সনে। তবে ইলেকট্রিক ভালো না পেট্রোল ডিজেলের গাড়ি ভালো এই দ্বন্দ্বের মাঝেই ভারতীয় বাজারে নতুন করে জায়গা করে নিচ্ছে হাইব্রিড গাড়ি। এই হাইব্রিড গাড়ি একদিকে মাইলেজ বেশি দেয় এবং অন্যদিকে সম্পূর্ণভাবে ইলেকট্রিকের উপর নির্ভর করে না। এই দুই কম্বিনেশন অত্যন্ত প্রাকটিক্যাল মনে করছেন ভারতীয় গ্রাহকরা। আর সেই সূত্রেই ভারতের জনপ্রিয় অটোমেকার মারুতি সুজুকি তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সুজুকি সুইফট গাড়িতে হাইব্রিড ভার্সন নিয়ে এসেছে।
আপনি যদি ২০২৩ সালে বাজেট মূল্যের একটি গাড়ি কিনতে চান যাতে মাইলেজ বেশি পাওয়া যাবে তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে এই মারুতি সুজুকি সুইফট হাইব্রিড অপশন। নতুন গাড়ির অত্যাধুনিক লুক এবং সেই সাথে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার প্রত্যেকটি গ্রাহককে আকর্ষিত করছে। গাড়িতে একটি অত্যন্ত শক্তিশালী ১.২ লিটারের পেট্রোল হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার পারফরম্যান্স ব্যাপক হবে। এই গাড়ি হাইব্রিড হওয়াতে এতে মাইলেজ অনেক বেশি থাকবে। কোম্পানি দাবি করেছে এই মারুতি সুজুকি সুইফট হাইব্রিড গাড়ি কমপক্ষে ৪০ কিমি প্রতি লিটারের মাইলেজ দেবে যা সেগমেন্টের সর্বোচ্চ।
এছাড়া এই গাড়ির লুকের কথা বললে এই গাড়িতে নতুন করে এসেছে ফ্রন্ট বাম্পার, ব্ল্যাক পিলার, এয়ার ভেন্ট অন হুইল আর্চ, রুফ মাউন্টেড স্পইলার ইত্যাদি। এবার প্রত্যেকের মনেই একটা প্রশ্ন জাগছে যে এই গাড়ির দাম কত হতে পারে? কোম্পানী মারফত জানা গিয়েছে যে এই গাড়িটি ভারতীয় মার্কেটে ১০ লাখ থেকে ১২ লাখ দামের মধ্যে লঞ্চ করবে। এই দামের মধ্যে গাড়িটি যদি লঞ্চ হয় তাহলে এই গাড়িটি সরাসরি প্রতিযোগিতায় পড়বে টাটা নেক্সন এর সাথে।