Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজাবাজারে বিধ্বংসী অগ্নিকান্ড, পুড়ে গেল চালপট্টি

রাজাবাজারের চালপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, একটি আঠা তৈরি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। বিধ্বংসী আগুনের গ্রাসে চালপট্টির অধিকাংশ দোকান এবং দমকলের ১১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।…

Avatar

রাজাবাজারের চালপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, একটি আঠা তৈরি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। বিধ্বংসী আগুনের গ্রাসে চালপট্টির অধিকাংশ দোকান এবং দমকলের ১১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। ঘটনাস্থলে দমকল পৌছানোর আগেই প্রায় পুরো চালপট্টিই আগুনের গ্রাসে চলে গিয়েছে। পুড়ে গিয়েছে অধিকাংশ দোকান ও সংলগ্ন একটি বাড়ি। আগুনের তীব্রতা আশপাশের স্থানীয় এলাকার দিকে ছড়াতে থাকে।

রবিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে, দুটোর একটু পরে চালপট্টি থেকে হঠাৎ ধোঁয়া বেরাতে দেখে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন দ্রুত এসে পৌছালেও ঘিঞ্জি এলাকায় ঢুকতে সমস্যা হওয়ায় পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। আগুন বাড়তে থাকায় আরও আটটি ইঞ্জিন আসে দমকলের। জোর কদমে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল আধিকারিকরা। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও কোথাও কোথাও আগুনের ফুলকি দেখা যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : পার্শ্বশিক্ষকদের নিয়ে বড়সড় চিন্তা ভাবনা করছেন মুখ্যমন্ত্রী

রবিবার হওয়ায় সেইসময় দোকানপাট প্রায় বন্ধই ছিল চালপট্টিতে, লোকজনও বিশেষ ছিল না। কাজের দিন হলে যে প্রাণহানির আশঙ্কা বেশ হত তেমনটাই মনে করা হচ্ছে তবে ভিতরে কেউ আটকে পড়েছেন কিনা তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
ভয়াবহ এই অগ্নিকান্ডের পর মাথায় হাত চাল ব্যবসায়ীদের। হঠাৎ জীবনে তীব্র বিপর্যয়ে ভেঙে পড়েছেন তারা, বেশিরভাগ ব্যবসায়ীরই সর্বস্ব পুড়ে গিয়েছে।এখন কি করনীয় তার উত্তর নেই তাদের কাছে।

About Author