নাইজারে : গ্রীষ্মের এই সময়ে ঝড়ের দাপট চারিদিকে। কালবৈশাখীর দেখা না মিললেও মাঝে মাঝেই উঁকি দিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়। নিকটবর্তী সমুদ্রে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হচ্ছে নিয়মিত। সঙ্গে তীব্র বিদ্যুতের ঝলকানি ভয় ধরাচ্ছে মনে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আতঙ্ক বাড়িয়েছে মানুষের মধ্যে। নিত্যনতুন ঘূর্ণিঝড় হানা দিয়ে যাচ্ছে কয়েকদিন অন্তর অন্তর। এই ছবি যদি বঙ্গদেশের হয়, তবে খুব স্বস্তিতে নেই সুদূর আফ্রিকাও।
yesteraday’s sandstorm in Niamey, Niger pic.twitter.com/vKZSWnPFQH
— francesco strazzari (@franxstrax) May 5, 2020
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএশিয়া মহাদেশের এই দক্ষিণ পূর্ব অংশের সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় যদি আতঙ্ক বাড়ায় বঙ্গবাসীর মনে। তবে সুদূর আফ্রিকাতে ভয় ধরাচ্ছে কালবৈশাখী। পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট জনপদ নাইজার। এই নাইজার প্রদেশে হওয়া একটি ঘটনা সম্প্রতি বিশ্ববাসীর সামনে এসেছে স্যোশাল মিডিয়ার সৌজন্যে। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি চমকে দেওয়ার মতো ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি শহরের উপর দিয়ে ভয়ানক ধূলিঝড়। ভিডিওটির বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে যে, ঘটনাটি ঘটেছে পূর্ব আফ্রিকার নাইজারে।
Tempête de sable à Niamey… pic.twitter.com/ct5Pm3OjVY
— Doulaye Bonkano (@doulayeb) May 4, 2020
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে পরিষ্কার বোঝা যাচ্ছে, ভয়ঙ্কর সেই ঝড়ের দাপটে তছনছ হয়ে যাচ্ছে শহর। গোটা শহরেই অবলীলায় তান্ডব চালিয়ে যাচ্ছে ধূলিঝড়। অসহায় ভাবে দেখছে মানুষ। বিশ্ব জুড়ে করোনা আতঙ্কের এই ভয়ঙ্কর ছবি দুশ্চিন্তা বাড়িয়েছে। তবে খুশির খবর এটাই যে, এই ধূলিঝড়ের কারণে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এই ভিডিওটির সঙ্গে বেশ কয়েকটি চমকে দেওয়ার মতো ছবিও ভাইরাল হয়েছে।