দেশনিউজ

উৎসব শেষে ঊর্ধ্বমুখী হতে পারে পেট্রোল-ডিজেলের দাম

Advertisement

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে ভারতের অর্থনীতি এই মুহূর্তে তলানিতে এসে ঠেকেছে। তাই বাজারে চাহিদা বাড়ানোর জন্য অনেক প্রয়াস নিচ্ছে কেন্দ্র। এমনকি অর্থনীতির মন্দা বাজারের জন্য শাক-সবজির দাম আকাশছোঁয়া। পেঁয়াজ কাটতে নয়, এখন পেঁয়াজ কিনতে লোকের চোখে জল চলে আসছে। আর এমন সময় এবার ঊর্ধ্বমুখী হতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। তাই আগেভাগে আপনার গাড়ির ট্যাঙ্ক ভরে নিন। কারণ, উৎসব মরশুম কাটলেই বাড়তে চলেছে পেট্রোল-ডিজেলের দর। সূত্রের খবর, ৬ টাকা পর্যন্ত দামি হতে চলেছে পেট্রোল-ডিজেল।

দেশের সরকারি কোষাগারের অবস্থা সঙ্গিন। খরচ চালানোর জন্য আরও অর্থের দরকার। অপরিশোধিত তেলের দাম কমায় পেট্রোল-ডিজেলের দর কমা উচিত। কিন্তু সরকার এই পরিস্থিতিতে অর্থের সংস্থান করতে চাইছে। তাই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যা ৬ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে খবর। চলতি বছরে ইতিমধ্যেই পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র।

পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে ১৩০০০-১৪০০০ কোটি টাকা। ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে।এখন পেট্রোলে প্রতি লিটারে সরকারকে কর-শুল্ক বাবদ দিতে হয় ৩১.৮৩ টাকা। সুতরাং, সব মিলিয়ে উৎসব শেষ হলেই এমনকি বিহারে বিধানসভা নির্বাচন কেটে গেলেই পেট্রোল-ডিজেলের দাম বাড়বে এবং তাতে মধ্যবিত্তের অন্তত মাথায় হাত পড়বে, এমনটা বলাই যায়। যদিও পেট্রোল-ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাসের দাম বাড়বে কিনা, তা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম খবর পাওয়া যায়নি।

Related Articles

Back to top button