Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দারুন সুখবর! চলতি মাসে কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম

Updated :  Tuesday, March 2, 2021 4:07 PM

নতুন বছরের শুরুতে বাজেট প্রকাশের পর থেকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ও সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। পেট্রোপণ্যের এমন মূল্যবৃদ্ধিতে মাথায় হাত সাধারণ মানুষের। করোনা ভাইরাস প্যানডেমিকের পর এত খরচা ওষ্ঠাগত করে তুলেছে মধ্যবিত্তের জীবনযাত্রা। রাজ্যের দেশের কিছু রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছে। যেমন পশ্চিমবঙ্গেই পেট্রোলের প্রতি লিটার দাম ৯০ ঢাকার কাছাকাছি। তবে মার্চ মাসের শুরুতেই সুখবর শোনা যাচ্ছে। কেন্দ্রীয় এক অফিসারের সূত্রে জানা গিয়েছে যে এবার কমতে পারে তেলের দাম।

সূত্র মারফত জানা গিয়েছে যে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক সাধারণ মানুষের কথা ভেবে পেট্রোল ও ডিজেলের দাম এর উপর শুল্ক কমানোর কথা ভাবছে। কারণ এত দাম দিয়ে পেট্রোপণ্য ব্যবহার করতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকার ও কেন্দ্রীয় তেল মন্ত্রকের সাথে ব্যাপারটি নিয়ে পর্যালোচনা শুরু করেছে অর্থমন্ত্রক। এছাড়াও শুল্ক কি করে কমানো যায়, তা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক দেশের তেল কোম্পানীগুলির সাথে বৈঠক করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, কোভিড মহামারীর পর সাধারণ মানুষের জীবন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। করোনাকালে অনেকেই তাদের কাজ হারিয়েছে এবং ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছে। কিন্তু এই পরিস্থিতিতে মানুষের আয় কমলেও পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। গাড়ির মালিকদের মাথায় হাত পড়েছে পেট্রোল ও ডিজেলের দাম দেখে। এমনিতেই ভারত অপরিশোধিত তেলের গ্রাহকদের মধ্যে তৃতীয় স্থানে আছে। তাই পেট্রোল ও ডিজেলের পাইকারি দরের ৬০ শতাংশ শুল্ক দিতে হয়। এই শুল্ক কমে গেলে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটা কমে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।