খেলাক্রিকেট

T20 World Cup 2022: মেলবোর্ন আমার ঘরের মাঠ, বিশ্বকাপের আগে ভারতীয় দলকে হুঁশিয়ারি দিলেন পাক ক্রিকেটার

হ্যারিস রউফ পাকিস্তানের নেট বোলার হিসেবে কাজ করতেন তখন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি বলেছিলেন, একদিন এই ক্রিকেটার পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে।

Advertisement

আগামী ২৩শে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে ইতিমধ্যে ভারতের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচকরা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে ভারতের সামনে চোখ রাঙিয়ে কথা বলেন পাকিস্তানের পেস বোলার হ্যারিস রউফ। তিনি এদিন একরকম হুঁশিয়ারি দিয়ে বললেন, অস্ট্রেলিয়ার মেলবোর্ন আমার ঘরের মাঠ, তাই সেই মাঠে আমার বিপক্ষে দাঁড়ানো একেবারেই সহজ হবে না ভারতের জন্য।

আপনাদের জানিয়ে রাখি, পাক ক্রিকেটার হ্যারিস রউফ বিগ ব্যাশ ক্রিকেট লিগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টারসের হয়ে ক্রিকেট খেলেন। সেই কারণে তিনি যেদিন বলেন, “টি ২০ বিশ্বকাপের আগে আমি খুশি এই কারণেই যে ম্যাচটি এমসিজিতে হচ্ছে। মেলবোর্ন স্টারসের হয়ে খেলি বলে এমসিজি আমার কাছে হোম গ্রাউন্ড। সেখানে কন্ডিশন কেমন থাকে সে সম্পর্কে আমার ধারণা রয়েছে। সেই মোতাবেক ভারতের বিরুদ্ধে কেমন বল করতে হবে সেই প্রস্তুতি আমি শুরু করে দিয়েছি। আর সেটাই ভারতের কাছে বড় চাপের কারণ হয়ে দাঁড়াবে।”

আপনাদের জানিয়ে রাখি, ২৮ বছর বয়সী পাকিস্তানের এই পেস বোলারের আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান সিনেমার গল্পকেও হার মানাবে। নেট বোলার থেকে পাকিস্তানের তারকা ক্রিকেটার হয়ে ওঠার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। জানলে অবাক হবেন, যখন হ্যারিস রউফ পাকিস্তানের নেট বোলার হিসেবে কাজ করতেন তখন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি বলেছিলেন, একদিন এই ক্রিকেটার পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে। এশিয়া কাপে পাকিস্তানের জার্সিতে খেলার সুযোগ পেলেও ভারতের সামনে তেমন সফলতার মুখ দেখতে পাননি হ্যারিস রউফ। যদিও এশিয়া কাপে সর্বমোট ৮ উইকেট দখল করেছিলেন তিনি।

বিশ্বকাপের মেগা আসরে ইতিমধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চরমে উঠতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাক্ বাহিনী। তাই আসন্ন বিশ্বকাপে পাকিস্তান অবশ্যই ভারতের সামনে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button