কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইন নিয়ে গোটা দেশ উত্তাল। সেইরকমই আংশিক রাজ্যের বিজেপি বিরোধী দলগুলিও সমানতালে বিরোধিতা করে এসেছে এই আইনের এই আইন যাতে লাগু না করা হয় তার জন্য তারা বিশেষ বিলও পাশ করেছে কিছু রাজ্য। পশ্চিমবঙ্গও এর অন্যতম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথম থেকেই এই আইনের বিরোধিতা করে এসেছেন।
সিএএ-কে যিনি সংসদে আইনে পরিনত করেছেন তার সঙ্গে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। দু’জনেই একে অপরের চরম বিরোধী। আগামী ২৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ভুবনেশ্বরে বৈঠক করবেন মমতা ব্যানার্জী, এমনটাই সূত্রের খবর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হুমকি, প্রশান্ত কিশোরকে Z-ক্যাটাগরির সুরক্ষা দেবে মমতা সরকার
জানা গিয়েছে, আভ্যন্তরীন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বৈঠক হবে। জাতীয় নিরাপত্তা এবং সীমান্তের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, ওড়িশা এবং সিকিমের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রতিবছর এই বৈঠক হয়। তবে এই বৈঠকের পর আলাদা করে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মমতা ব্যানার্জী বৈঠকে বসবেন কিনা সেই বিষয়ে কিছু বলা হয়নি।