কলকাতা : আনলক-৪ এর বিশেষ সংযোজন হিসেবে মেট্রো চালানোর ছাড়পত্র মিললেও, করোনা পরিস্থিতিতে কিভাবে সতর্কতা বজায় রাখা সম্ভব হবে সেই নিয়েও দেখা দিচ্ছে নানা সমস্যা। চলতি মাসের ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর থেকে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও ভিড় নিয়ন্ত্রণ করতে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেই নিয়ে এবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য। শুক্রবার এই বৈঠক হবে মেট্রো ভবনে, থাকবেন বিভিন্ন দফতরের আধিকারিকরা। করোনা বিধি মেনেই চলবে সপ্তাহের ৬দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রো।
গতকাল মেট্রো চালানোর বিধি নিষেধের পাশাপাশি জানানো সব নিয়ম নির্দেশিকা। যেখানে বলা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্টেশনে ও ট্রেনে মার্কিং করে দিতে হবে। সমস্ত যাত্রী ও কর্মীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। যাঁদের মাস্ক নেই তাঁদের জন্য অর্থের বিনিময়ে মেট্রো কর্তৃপক্ষ মাস্ক দেওয়ার ব্যবস্থা করবে। শুধুমাত্র স্মার্টকার্ড ও ক্যাশলেস যাত্রারই অনুমতি দেওয়া হবে।
যদি কেউ টোকেন, পেপার স্লিপ বা টিকিট ব্যবহার করে তবে সেক্ষেত্রে সেটা স্যানিটাইজ করে ব্যবহার করতে হবে। স্টেশন ও ট্রেনের সমস্ত অংশে স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে, এমনকি প্রত্যেক যাত্রীদের জন্য রাখতে হবে স্যানিটাইজার।