চ্যাম্পিয়নস লিগের শুরুটা ভালো করতে পারলো না বার্সেলোনা। এদিব চোট কাটিয়ে চলতি মরশুমে প্রথমবারের মতো বার্সেলোনার হয়ে মাঠে নামলেন লিওনেল মেসি। কিন্তু তেমন নৈপুণ্য দেখাতে পারেননি বদলি নামা এই ফরোয়ার্ড। জয় পায়নি দলও চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে কাতালান ক্লাবটি।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে হেরে যেতে বসেছিল বার্সেলোনা। আক্রমণে দারুণ আধিপত্য দেখিয়েছে বরুশিয়া। অন্তত দুটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়েছে বুন্দেসলিগার দলটি। এর মধ্যে একবার বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। আরেকবার হতাশ করেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
ম্যাচটির মধ্য দিয়ে দারুণ একটি রেকর্ড গড়েছেন বার্সেলোনার আক্রমণভাগের ১৬ বছর বয়সী খেলোয়াড় আনসু ফাতি। ক্লাবের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে নাম লেখালেন তিনি। ঘণ্টা খানিক পর তার জায়গাতেই বদলি হিসেবে নামেন মেসি তবে মেসি ম্যাজিক থেকে বঞ্চিত হলো গোটা বিশ্বের রাত জাগা ফুটবল প্রেমীরা।