কলকাতা: কালী পুজোর আগেই চালু হওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর মেট্রোর। কিন্তু লকডাউনের সময় হু হু করে লাইন পাতা, স্টেশনের কাজ সম্পন্ন হলেও আমদানি সংক্রান্ত বিধিনিষেধ থাকার কারণে শুরু করা সম্ভব হয়নি পরিষেবা। কিন্তু রাত পোহালেই দক্ষিণেশ্বরে গড়াতে চলেছে মেট্রোর চাকা। তবে সেটা দৈনন্দিন পরিষেবা নয়, নোয়াপাড়া থেকে জোরা দুটি স্টেশন অর্থাৎ বরাহনগর ও দক্ষিণেশ্বরে পরীক্ষামুলকভাবে আগামিকাল, বুধবার মেট্রো চালানো হবে।
নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পৌঁছানোর জন্য যে দুটি স্টেশন নতুনভাবে তৈরি করা হয়েছে তা হল, বরাহনগর ও দক্ষিণেশ্বর। এর মধ্যে বরাহনগর স্টেশন কলকাতার মধ্যে সবচেয়ে উঁচু হতে চলেছে। যার উচ্চতা ৫৫ ফুট। যা পাঁচতলা বাড়ির সমান। স্টেশনের রং করা হয়েছে গেরুয়া। ঢুকতেই টিকিট কাউন্টার। দোতলা পুরো ফাঁকা পড়ে রয়েছে। কার্যত ফুটবল খেলার মত একটা জায়গা। আর তিনতলায় রয়েছে প্লাটফর্ম। স্টেশনের পেছন দিকেও একটি টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। তবে সেটি বন্ধ আছে। ভবিষ্যতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে এন্ট্রি গেট করা হলে ওই টিকিট কাউন্টারটি খুলে দেওয়া হতে পারে।
হলুদ রঙের নতুন এই দক্ষিণেশ্বর স্টেশনটির দুপাশে চারটে চূড়া মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। দোতলায় টিকিট কাউন্টার এবং তিনতলায় প্ল্যাটফর্ম। আপ লাইন থেকে দক্ষিণেশ্বর মন্দির স্পষ্ট দেখা যাবে। এমনকি দক্ষিণেশ্বরের মন্দির দিকে সূর্যাস্ত দেখা যাবে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঢোকার মুখেই রামকৃষ্ণ, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের বিশাল আকার ফাইবারের তিনটি মূর্তি বসানো হয়েছে। সব মিলিয়ে সাজানোর পর্ব প্রায় শেষ। বাকি শুধু ফিনিশিং টাচ। আর তারপরেই পাকাপাকিভাবে দক্ষিণেশ্বর পর্যন্ত গড়াবে মেট্রোর চাকা।