টেক বার্তা

Electric Car: এক চার্জেই চলবে ২৩০ কিমি, মাত্র ১৭ হাজার টাকায় বাড়িতে নিয়ে আসুন এই ইলেকট্রিক গাড়ি

4-সিটারের এই গাড়িতে দেখা মিলবে ডবল এয়ার ব্যাগের। এছাড়া ইনফোটেনমেন্ট ইউনিট কন্ট্রোলের জন্য গাড়িটিতে একটি 10.26 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে।

Advertisement

এবার ভারতের বাজারে Tata Tiago EV এবং Citroen eC3 এর সাথে প্রতিযোগিতা করতে দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে MG Coment। গাড়িটি এর দুর্দান্ত বৈশিষ্ট্য এবং অবিশ্বাস্য মাইলেজ দ্বারা ইতিমধ্যে গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। শুরুতেই আমরা জানিয়ে রাখি, সম্প্রতি ব্রিটিশ গাড়ি নির্মাণ কোম্পানি MG Comet ‘ধুমকেতু’ নামের সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে বিশ্ববাজারে। যা ইন্দোনেশিয়ার বাজারে বিক্রিত Wuling Air EV-এর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে।

নিবন্ধের শুরুতেই যদি দুর্দান্ত এই ইলেকট্রিক গাড়ির দামের কথা বলি, তবে যেখানে Tata Tiago ইলেকট্রিক গাড়ির দাম 8.69 লাখ টাকা থেকে শুরু হয়ে 11.99 লাখ টাকা পর্যন্ত হয়, সেখানে ভারতের বাজারে MG Comet- ‘ধুমকেতু’ গাড়িটির শোরুম মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 7.98 লাখ টাকা। ফলে শুরুতেই এটি দেশের সবচেয়ে কম দামের ইলেকট্রিক গাড়ির তকমা জিতে নিয়েছে।

যদি MG Comet EV গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এই গাড়িতে একটি 17.3KW-এর শক্তিশালী ব্যাটারী প্যাক ব্যবহার করা হয়েছে। যেটি একবার সম্পূর্ণ চার্জে প্রায় 230 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। শুধু তাই নয়, একটি 3.3 কিলোওয়াটের শক্তিশালী চার্জারের সাহায্য ব্যাটারিটি মাত্র 5 ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা সম্ভব। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে মিনি এই ইলেকট্রিক গাড়িটির সামনে ও পেছনের চাকায় যথাক্রমে ডিস্ক এবং ড্রাম ব্রেক ব্যবহার করেছে কোম্পানি।

এখানেই শেষ নয়, 4-সিটারের এই গাড়িতে দেখা মিলবে ডবল এয়ার ব্যাগের। এছাড়া ইনফোটেনমেন্ট ইউনিট কন্ট্রোলের জন্য গাড়িটিতে একটি 10.26 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পাশাপাশি, গাড়িটিতে ইউএসবি পোর্ট সহ রিভার্স ক্যামেরা সেন্সর, ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের মত অত্যাধুনিক সুবিধা প্রদান করা হয়েছে। দুর্দান্ত এই গাড়িটি চাইলে মাত্র 80 হাজার টাকায় বাড়ি নিয়ে যেতে পারেন। এরপর 5 বছর মেয়াদে 9.8 শতাংশ সুদে 16,438 মাসিক কিস্তিতে বাকি টাকা পরিশোধ করার সুযোগ পাবেন।

Related Articles

Back to top button