কাজ হারিয়ে বাড়ি ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা, কাজে ফেরাতে অভিনব উদ্যোগ কেন্দ্রের
কারোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে হঠাৎ করে লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন রকম আগাম ঘোষণা ছাড়াই গত ২৫ শে মার্চ থেকে জারি করা এই লকডাউনের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে পড়া শ্রমিকদের। লকডাউনের ফলে কাজ হারিয়ে যেমন সমস্যায় পড়েছেন, তেমনি আবার বাড়ি ফিরতে না পেরে সমস্যায় পড়তে হয়েছে তাদের। এই সমস্ত শ্রমিকদের কাজে ফেরানোর জন্য এবার নতুন পন্থা নিতে চলেছে কেন্দ্র। দক্ষতা অনুযায়ী কর্মীদের কাজের সন্ধান দিতে নতুন অ্যাপ চালু করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
মঙ্গলবার সুপ্রিমকোর্ট পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকার গুলোকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। দক্ষতা অনুযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করার নির্দেশও দেয় সুপ্রিমকোর্ট। আদালতের নির্দেশ পেয়ে এবার সেই কাজে এগিয়ে এল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। পরিযায়ী শ্রমিকদের হাতে কাজ তুলে দিতে বিশেষ প্রকল্পের বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র।
জানা গেছে, পরিযায়ী শ্রমিকদের মধ্যে সৃষ্টি হওয়া ক্ষোভের ক্ষতকে সামাল দিতে একটি অ্যাপ চালু করার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী। শ্রম দপ্তরের সঙ্গে যুক্ত থাকা সেই অ্যাপের মাধ্যমে শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী কাজের সন্ধান দেওয়া হবে। নিজের শিক্ষাগত যোগ্যতা ও কর্মদক্ষতা অনুযায়ী শ্রমিকরা নিজেরাই নিজেদের পছন্দ মতো কাজ বেছে নিতে পারবেন এই অ্যাপের সাহায্যে।