ভূমি ত্রিবেদীর প্রেমে মিকা সিং? তাহলে কি বাজতে চলেছে মিকার বিয়ের সানাই

সত্যিই কি গায়ক মিকা সিং (Mika singh) প্রেমে পড়লেন? আসলে মিকার প্রেমে পড়া মানে তো অনেক উপর থেকে বিরাট জোরে নিচে আছড়ে পড়া। এর আগে মিকা ও রাখি সাওয়ান্ত (Rakhi…

Avatar

সত্যিই কি গায়ক মিকা সিং (Mika singh) প্রেমে পড়লেন? আসলে মিকার প্রেমে পড়া মানে তো অনেক উপর থেকে বিরাট জোরে নিচে আছড়ে পড়া। এর আগে মিকা ও রাখি সাওয়ান্ত (Rakhi sawant)-এর বিতর্কের কথা কে না জানে! মিকার জন্মদিনের পার্টিতে রাখিকে জোর করে চুম্বন করেছিলেন মিকা। এই ঘটনায় রাখির কানের দুল ভেঙে গিয়েছিল। মিকার বিরুদ্ধে কোর্ট অবধি গিয়েছিলেন রাখি। পরে একটি টেলিভিশন শো-তে মিকা ক্ষমা চেয়ে নেন রাখির কাছে। কিন্তু রাখি তাঁকে ক্ষমা করেননি। মিকার ‘ব্যাড বয়’ ইমেজের ফলে অধিকাংশ মহিলাই অপছন্দ করেন মিকাকে।

তবে সম্প্রতি জি টিভির জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’-এর মঞ্চে বিখ্যাত হিন্দি ফিল্ম ‘মুঝসে শাদী করোগি’-এর টাইটেল সং গেয়েছেন মিকা সিং, রূপালি জাগ্গা (Rupali jagga), আসিস কৌর (Asees kaur)। এই গানটি গাওয়ার সময় শোয়ের সঞ্চালক করণ ওয়াহি (karan wahi) গায়িকা ভূমি ত্রিবেদী (bhoomi trivedi) ও মিকাকে মঞ্চে এসে গানটির সঙ্গে নাচতে বলেন। ‘মুঝসে শাদী করোগি’-র সঙ্গে নাচতে নাচতে একসময় ভূমির সামনে হাঁটু গেড়ে বসে মজার ছলে মিকা বলে ওঠেন, “মুঝসে শাদী করোগি”? ভূমিও হেসে ফেলেন মিকার এই কান্ড কারখানায়। তিনি বলেন, মিকা ত্রিবেদী হওয়ার ব্যাপারে মিকার কি মত? কিন্তু পুরো ঘটনাটি ঘটানো হয়েছিল দর্শকদের মনোরঞ্জনের জন্য।

‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’-এর এই বিশেষ পর্বটি জি টিভিতে 10 ই এপ্রিল দেখানো হলেও এই পর্বটি জি ফাইভে দেখা যাবে বলে জানা গেছে। বিয়ের প্রসঙ্গে মিকা বলেছেন, তাঁর ‘ভাইজান’ ও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সলমন খান (salman khan) বিয়ে করলে তবেই তিনিও বিয়ের পিঁড়িতে বসবেন।

About Author