করোনার জেরে প্রথমেই আতঙ্কিত ছিল দেশবাসী। তার ওপর ঘূর্ণিঝড় ‘আমফান’ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকা। এরপর আবার নতুন সমস্যার সৃষ্টি করেছে ভারতের দিকে এগিয়ে আসা লাখ লাখ পঙ্গপালের দল। আগেই জানা গিয়েছিল পাকিস্তানের সীমা পেরিয়ে রাজস্থানে প্রবেশ করা পঙ্গপাল ক্ষেতের অর্ধেক ফসল নষ্ট করেছে। এবার সেগুলি ক্রমশ দিল্লী এবং হরিয়ানার দিকে এগিয়ে চলেছে। লকডাউনের মধ্যেই এই নতুন সমস্যায় রীতিমতো আতঙ্কিত সব চাষীরা।
এই বিষয়ে যোধপুরের পঙ্গপাল সতর্কতা সংস্থার (এলডব্লিউও) উপ—পরিচালক কেএল গুরজার জানিয়েছেন, এর আগে ২০১৯ সালে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে হলুদ রঙের পঙ্গপাল বংশবিস্তার করেছিল। সেখান থেকেই গোলাপী রঙের পঙ্গপালেরা পাকিস্তানের সীমানা পার করে ভারতে ঢুকেছে। যদিও রাজস্থানের প্রশাসন এই ব্যাপারে আগে থেকেই প্রস্তুত ছিল। তাই ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হয়েছে। রাজস্থানে এই পঙ্গপালের দলকে রোধ করার চেষ্টা করলেও তারা দিল্লী এবং হরিয়ানার দিকে উড়ে যাচ্ছে। এর ফলে প্রচুর ফসল ক্ষতিগ্রস্থ হতে পারে।
জানা গিয়েছে ২০১৯ সালে যখন পঙ্গপাল ভারতে প্রবেশ করেছিল তখন চাষীদের অনেক টাকার ফসল নষ্ট হয়েছিল। কিন্তু এবারে ভয় বেশি কারণ এবারের দলটি গতবারের থেকে তিন গুণ বড়ো। পরিস্থিতি সামাল দিতে ৬০০ ট্রাক্টর দিয়ে বিভিন্ন এলাকায় কীটনাশক ছড়ানো হয়েছে, এছাড়াও স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে নজরদারির জন্য ড্রোন চেয়েছে।