নয়াদিল্লি: রাজ্যের বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলিকে আর্থিক সাহায্য করার প্রস্তুতি নিতে চলেছে বিদ্যুৎ মন্ত্রক৷ এই সুবিধার জন্য মন্ত্রিসভার কাছে রিফরম বেসড ইন্সেনটিভ স্কিম (Reform based Incentive Scheme) এর প্রস্তাবও দেওয়া হয়েছে৷ এমনকি ৩.১২ লক্ষ কোটি টাকার প্যাকেজেরও প্রস্তাব রাখা হয়েছে এই যোজনার জন্য৷ সরকারের তরফে সাধারণ মানুষের সুবিধার্থে পাওয়ার সেক্টরকে আর্থিক প্যাকেজ দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে৷
ইতিমধ্যেই রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন এবং পাওয়ার ফিনান্যান্স কর্পোরেশনের তরফে রাজ্যের ডিসকমে ৬৮,০০০ কোটি টাকা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷ যোজনা অনুযায়ী বেশ কিছু রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে আর্থিক বছর ২০২০-২১ এ ডিসকমের বেসরকারিকরণ করা হবে ৷ চন্ডিগড়, আন্দামান নিকোবরের ডিসকম সামিল রয়েছে।এমনকি দাদর নগর হভেলি ও দমন ও দিউ এর ডিসকম প্রাইভেট সংস্থাও পাবে এই সুবিধা৷