আন্তর্জাতিকনিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রকে মুখে থাপ্পড় মারল ইরান

Advertisement

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নিহত হয়েছে কাসেম সোলেমানি। এই পরিপ্রেক্ষিতে ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিয়ে বলেন, “মার্কিন হামলায় কাসেম সোলেমানিকে হত্যা করার জন্য মধ্য প্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে ফেলা হবে।”

সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে আরও বলেন , “আপনি সোলেমানির দেহ থেকে হাত কেটে ফেলেছেন এর পরিবর্তে আপনার অঞ্চল থেকে আপনার পা কেটে নেওয়া হবে।”

আরও পড়ুন : একের পর এক মিসাইল হামলা, ৮০ জন ‘আমেরিকান সন্ত্রাসী’ নিহত

শুধু প্রেসিডেন্ট না ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেইও মার্কিন যুক্তরাষ্ট্রেকে হুঁশিয়ারি দিয়েছেন। ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পরে একটি বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মুখের ওপর একটি থাপ্পড় ছিল। প্রতিশোধ নেওয়া তো অন্য ব্যাপার।” জেনারেল সোলেমানিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করায় তিনি আমেরিকানদের মিথ্যেবাদী বলেও আখ্যা দেন।

Related Articles

Back to top button