Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

কলকাতার ভোটার হলেন মিঠুন চক্রবর্তী, তাহলে কি বিজেপির প্রার্থী হবেন মহাগুরু?

কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন মিঠুন চক্রবর্তী

Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো টলিউডে রাজনীতির রং লেগেছে। কার্যত নির্বাচনের আগে টলি মহল দ্বিধাবিভক্ত হয়ে গেছে। একদল গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেছে এবং অন্য দল ঘাসফুল শিবিরের সৈনিক হয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। আবার অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে দলবদলু দলে নাম লিখিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার সময় বিজেপির প্রার্থী লিস্টে দেখা গেছে একাধিক টলিউড তারকার নাম। কিন্তু সেখানে ছিল না সদ্য বিজেপিতে যোগদান করা মিঠুন চক্রবর্তী। তিনি নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপি ব্রিগেড গ্রাউন্ডে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন।

মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরে যোগদান করার পর থেকেই বঙ্গ রাজনীতিতে প্রবেশ চাপানউতোর চলছিল যে এবার হয়তো তারকা প্রার্থী হবেন মিঠুন চক্রবর্তী। কিন্তু এখনো অব্দি বিজেপি তাদের যতগুলি তালিকা প্রকাশ করেছে তাতে নেই মিঠুন চক্রবর্তীর নাম। তবে জল্পনা বাড়িয়ে আজ অর্থাৎ রবিবার মিঠুন চক্রবর্তী কলকাতার ভোটার হয়েছেন। আর তারপর থেকেই বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এবার হয়তো প্রার্থী হবেন মহাগুরু তথা ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী।

জানা গিয়েছে, কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন মিঠুন চক্রবর্তী। ভোটার তালিকায় তার নাম এসেছে মিঠুন বসন্ত চক্রবর্তী। খোঁজ খবর নিয়ে জানা গেছে যে বাড়ির ঠিকানায় মিঠুন চক্রবর্তী ভোটার হয়েছেন তা আসলে মিঠুনের বোন শর্মিষ্ঠা সরকারের বাড়ি। শর্মিষ্ঠা সরকার বলেছেন, “মিঠুন আমার তুতো দাদা। যখন কোনো ব্যক্তিগত কারণে তিনি কলকাতায় আসেন তখন আমরা বাড়িতেই থাকেন। তাই বিজেপিতে যোগদান করার পর থেকেই এই বাড়িতে আছেন।” তবে শর্মিষ্ঠাদেবীকে মিঠুনের প্রার্থী হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি অবশ্য জবাব দিতে পারেননি।

Related Articles

Back to top button