কেয়া সেন : ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু-র মতো গোয়েন্দা দের পাশাপাশি, চলতি বছরের পুজোয় টলিউডে হয়েছে নতুন গোয়েন্দার সংযোজন। যিনি আবার, সত্যানুসন্ধানের মধ্যে দিয়ে উজ্জাপন করেন নারিশক্তি কে। কারণ, তিনি ‘মিতিনমাসি’।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপুজোর আমেজ কেটে গেলেও, মিতিনমাসির রহস্য উন্মোচনে এখনও বুঁদ হয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। তাই হাউজফুল ৫০ দিনে পা দিলো ‘মিতিনমাসি’। আর এই আনন্দ কে একসঙ্গে সেলিব্রেট করলো গোটা টিম।
প্রসঙ্গত, ২০২০-তেও পর্দায় ফিরবেন মিতিনমাসি। তবে কিস্তিমাত করবেন কেরালায়। যদিও ছবি শ্যুটিং কোন কোন জায়গায় হবে, তাতে রয়েছে সাসপেন্স।
তবে মন খারাপের কিছুই নেই, সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই শুরু হবে ‘মায়াকুমারী’-র শ্যুটিং। বাংলা সিনেমার ১০০বছরের যাত্রাকেই নিজের পরিচালনার মধ্যে দিয়ে ট্রিবিউট জানাবেন অরিন্দম শীল।